11/13/2024 পরিবারসহ বিমান দুর্ঘটনায় নিহত আমেরিকান সিনেটর
মুনা নিউজ ডেস্ক
৩ অক্টোবর ২০২৩ ০৩:১৩
যুক্তরাষ্ট্রে পরিবারসহ বিমান দুর্ঘটনার শিকার হলেন সিনেটর ডগ লারসন। মৃত্যু হয়েছে ছোট বিমানটির সব আরোহীর। ২ অক্টোবর, সোমবার এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের একজন সিনেট নেতা। খবর এপি ও সিএনএনের।
গ্র্যান্ড কাউন্টি শেরিফের অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে অ্যারিজোনা থেকে ফিরছিলেন নর্থ ডাকোটার সিনেটর লারসন। জ্বালানির জন্য যাত্রাবিরতি দেয়া হয় ইউটাহ অঙ্গরাজ্যের ক্যানিয়ন-ল্যান্ডস এয়ারফিল্ডে। সেখান থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয় বিমানটি। প্রাণ যায় পাইলটসহ বাকি চারজনের।
নর্থ ডাকোটার গভর্নর ডগ বার্গাম এই দুর্ঘটনাকে হৃদয়বিদারক হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন এতে তিনি গভীরভাবে ব্যথিত।
রিপাবলিকান সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা ডেভিড হোগ এক ইমেইল বার্তায় জানান, সিনেটর ডগ লাসেন, তার স্ত্রী অ্যামি এবং তাদের দুই শিশু সন্তান রোববার সন্ধ্যায় ইউটাহে বিমান দুর্ঘটনায় মারা যান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। লারসনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের রাজনীতিবিদরা।
উল্লেখ্য, ২০২০ সালে নর্থ ডাকোটা থেকে সিনেটর পদে নির্বাচিত হন ডগ লারসন।
সূত্র : এপি ও সিএনএন
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.