11/22/2024 সন্ত্রাসীরা কখনো সফল হতে পারবে না : এরদোগান
মুনা নিউজ ডেস্ক
২ অক্টোবর ২০২৩ ০৩:৩৫
তুরস্কে সন্ত্রাসবিরোধী লড়াই অব্যাহত থাকবে এবং যেসব সন্ত্রাসী দেশের শান্তি ও নিরাপত্তা বিনষ্ট করার চেষ্টা করছে তারা কখনো সফল হতে পারবে না। গতকাল ১ অক্টোবর রোববার নতুন সংসদীয় বছরের প্রথম অধিবেশনের উদ্বোধনী ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এসব কথা বলেন। এ দিনই তুর্কি পার্লামেন্টের বাইরে সন্ত্রাসীদের বোমা হামলায় দুই পুলিশ আহত হয়।
প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্কের জনগণ গত ৪০ বছর ধরে সন্ত্রাসবাদের কারণে জীবন ও সম্পদ দিয়ে যে চরম মূল্য দিয়েছে তার অনেকটাই সমাধান হয়েছে। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঐক্য ও সংহতি জোরদার হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এরদোগান আরো বলেন, "আমরা কখনো সন্ত্রাসীদেরকে সরাসরি তুরস্কের রাজনীতি করতে দেবো না।" তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, সন্ত্রাসীদের একজনও দেশের ভেতরে বা বাইরে তৎপর থাকা পর্যন্ত সন্ত্রাসবিরোধী লড়াই অব্যাহত থাকবে।
সূত্র : পার্সটুডে
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.