11/23/2024 তুর্কি রাজধানীতে বিস্ফোরণ ও গোলাগুলি
মুনা নিউজ ডেস্ক
১ অক্টোবর ২০২৩ ০৫:০৫
তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্ট ভবন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আজ রোববার একাধিক বিস্ফোরণ এবং গোলাগুলি হয়েছে। আজ ১ অক্টোবর, রোববার বিকেলে পার্লামেন্টের নতুন অধিবেশন বসার কথা ছিল।
তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আল ইয়ারলিকায়ী বলেন, মন্ত্রণালয়ের ভবনের সামনে বিস্ফোরণেল জন্য দুই হামলাকারী দায়ী। তাদের একজন নিজেকে উড়িয়ে দিয়েছে, অপরজনকে হত্যা করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোমা হামলার সময় দুই পুলিশ অফিসার সামান্য আহত হয়েছেন। তিনি একে 'সন্ত্রাসী কাজ' হিসেবে অভিহিত করেছেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত তথ্য দেননি।
আলজাজিরার সিনেম কোসেগ্লু ইস্তাম্বুল থেকে জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (জিএমটি ০৬.৩০) বিস্ফোরণটি ঘটে।
তিনি বলেন, পার্লামেন্ট ভবন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি জানান, 'গ্রীষ্মকালীন বন্ধের পর পার্লামেন্ট আজ আবার শুরুর কথা রয়েছে। প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানসহ সব পার্লামেন্ট সদস্য আজ বিকেলে (স্থানীয় সময় ২টা) পার্লামেন্টে উপস্থিত থাকার কথা।'
কোসেগ্লু বলেন, এই হামলার পেছনে কারা রয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।
সূত্র : আল জাজিরা এবং অন্যান্য
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.