11/22/2024 ভিডিওতে দেখানো বাড়িটি মহানবীর মেয়ে উম্মে কুলসুমের নয় : সৌদি আরব
মুনা নিউজ ডেস্ক
১ অক্টোবর ২০২৩ ০৩:২০
সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মে প্রচারিত এক ভিডিওতে দেখানে মদিনার এক বাড়িকে মহানবী (সাঃ) এর তৃতীয় কন্যা উম্মে কুলসুমের আবাসস্থল হিসেবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে সতর্ক করেছে সৌদি আরব সরকার।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে মদিনার পাথরের পুরোনো ওই বাড়িটির বিষয়ে দাবি খারিজ করে দিয়েছে সৌদি আরব সরকারের গবেষণাকেন্দ্র আল মদিনা আল মুনাওয়ার রিসার্চ অ্যান্ড স্টাডিজ সেন্টার। তারা জানিয়েছে, সেই ভিডিওতে উল্লিখিত তথ্যটি ভুল।
প্রতিবেদনে বলা হয়, একজন ব্যক্তিকে মদিনার কাবা গ্রামে পুরোনো পাথরের বাড়ি ভ্রমণ করতে দেখা যায় ভিডিওটিতে। চিত্রগ্রহণকারী দাবি করেন যে, জায়গাটি একসময় নবীর (সাঃ) তৃতীয় কন্যা উম্মে কুলসুমের আবাস ছিল। তবে আল মুনাওয়ার রিসার্চ অ্যান্ড স্টাডিজ সেন্টার এক বিবৃতিতে বলেছে, ‘চিত্রায়িত ঘরগুলোর সঙ্গে মহানবী (সাঃ) এর জীবনী বা নবীর কন্যাদের কোনো সম্পর্ক নেই।’
গবেষণা কেন্দ্রটি ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনা, নবীর জীবন এবং মদিনার ইতিহাস সম্পর্কিত তথ্য প্রকাশের ক্ষেত্রে নির্ভুল পর্যবেক্ষণ এবং প্রকৃত সত্যকে সূতর হিসেবে ব্যবহার করার ওপর জোর দিয়েছে।
তারা বিবৃতিতে বলেছে, ‘মদিনার ইতিহাস এবং এর ঐতিহাসিক স্থানগুলোর ওপর বেশ কয়েকটি বই এবং কাজ রয়েছে এই গবেষণা কেন্দ্রের। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এসব তথ্য পরীক্ষা এবং ব্যবহার করা যেতে পারে।’
নবীজির (সাঃ) মসজিদের জন্য সুপরিচিত মদিনা। সেখানে আল রাওদা আল শরিফায় রয়েছে মহানবীর (সাঃ) রওজা শরিফ। মক্কায় ইসলামের পবিত্রতম স্থান গ্র্যান্ড মসজিদে হজ ও ওমরাহ পালনের পালন অনেক মুসল্লিই ছুটে যান নবীজির (সাঃ) মসজিদে।
সৌদি আরবের নিয়ম অনুযায়ী, মহানবীর (সাঃ) রওজা শরিফে যেতে এবং প্রার্থনায় আগ্রহীদের আগেই সরকারি অনুমতি নিতে হয়।
এই মৌসুমে ওমরাহ বা অন্যান্য তীর্থযাত্রার জন্য বিদেশ থেকে প্রায় ১ কোটি মুসলমানের সমাগম হবে বলে প্রত্যাশা করছে ইসলামের জন্মস্থান সৌদি আরব।
সূত্র : গালফ নিউজ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.