11/25/2024 চীনে কয়লা খনিতে অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানি
মুনা নিউজ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৩ ০৬:০১
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে রোববার একটি কয়লা খনিতে ভযাবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ২৫ সেপ্টেম্বর, সোমবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, রোববার সকাল ৮টা ১০ মিনিটের দিকে সানজিয়াওশু কয়লা খনিতে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।
পানঝৌ সিটি সরকার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনভেয়ার বেল্টে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে এবং আগুনে ১৬ জন লোক খনিতে আটকা পড়েছিল।
অবশ্য অগ্নিকাণ্ডে ঠিক কী ক্ষতি হয়েছে বা কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিশদ কোনও বিবরণ দেওয়া হয়নি।
পৃথক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গুইঝো পাঞ্জিয়াং রিফাইন্ড কোল কোম্পানির ফাইলিং অনুসারে, রোববার দক্ষিণ চীনের গুইঝো প্রদেশের পানঝৌ শহরে একটি কয়লা খনি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।
রাজধানী বেইজিং থেকে প্রায় ৩হাজার ৬০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পানঝৌ শহরের এই কয়লা খনিটি অবস্থিত।
চীন বিশ্বের সবচেয়ে বড় কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ। দেশটিতে হাজার হাজার কয়লা খনি রয়েছে। বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির হারের চেয়ে চীনে তাপমাত্রা বৃদ্ধির হার ইতিমধ্যে অনেক বেশি। ২০৩০ সাল নাগাদ চীনে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ক্ষতিকর গ্যাসের বৃদ্ধির হার সর্বোচ্চ মাত্রায় পৌঁছাবে।
সূত্র : রয়টার্স
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.