11/22/2024 পরিবারের ৪ জনকে গুলি করে হত্যা, রেহাই পেল না কুকুরও
মুনা নিউজ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৩৪
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বা গোলাগুলি নতুন কিছু নয়। প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও ঘটছে বন্দুক সহিংসতা, প্রাণ হারাচ্ছে মানুষ। তবে এবার শিকাগোর এক ঘটনা সহিংসতাকে নিয়ে গেছে অন্য মাত্রায়। সেখানে একই পরিবারের মা-বাবা, দুই সন্তান এবং তাদের পোষা ৩টি কুকুরকেও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। ১৭ সেপ্টেম্বর রোববার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটের দিকে শিকাগো শহরের রোমিওভিলের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- আলবার্তো রোলন, জোরাইদা বার্তোলোমি এবং তাদের ১০ ও ৭ বছর বয়সী দুই সন্তান অ্যাড্রিয়েল এবং দিয়েগো। এছাড়া, ঘটনাস্থল থেকে তাদের পোষা ৩টি কুকুরের মরদেহও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
১৬ সেপ্টেম্বর, শনিবার রাত বা রোববার ভোরের দিকে তাদের গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। রোমিওভিল পুলিশের ডেপুটি চিফ ক্রিস বার্ন সোমবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে জানান, ওই পরিবারের সদস্যরা আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে না।
তিনি বলেন, ‘এই ঘটনাকে বর্তমানে আমরা হত্যাকাণ্ড হিসেবে ধরে নিয়েই তদন্ত করছি।’
এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা না হওয়ায়, এতে স্থানীয় লোকজন ঝুঁকিতে নেই বলে জানিয়েছে পুলিশ।
সূত্র : নিউইয়র্ক পোস্ট
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.