11/24/2024 স্বদেশিকে পুড়িয়ে হত্যা, মালয়েশিয়ায় অভিযুক্ত এক বাংলাদেশি
মুনা নিউজ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩ ০৫:২২
মো. মনোয়ার হোসেন নামে বাংলাদেশি যুবককে পুড়িয়ে হত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন তার বন্ধু অপর বাংলাদেশি মোহাম্মদ মকবুল হোসাইন। মালয়েশিয়ার পেরাক রাজ্যের লেংগংয়ের কুয়াকের একটি আদালতে তাকে অভিযুক্ত করা হয়। দুই সপ্তাহ আগে স্বদেশি একজনকে হত্যার দায়ে এই অভিযোগ গঠন করা হয়েছিল। দোষী সাব্যস্ত হলে মকবুল হোসাইনের মৃত্যুদণ্ড বা ৪০ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।
আদালতে মালয় ভাষায় পঠিত অভিযোগটি অভিযুক্ত বাংলাদেশি বুঝতে না পারায় তার কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি। ডেপুটি পাবলিক প্রসিকিউটর সুফি আইমান আজমি প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন এবং আসামিপক্ষে কোনো প্রতিনিধি না থাকায় একজন দোভাষী নিয়োগের জন্য আগামী ২০ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেছেন বিচারক মোহাম্মদ শাজমির জামহারি।
আদালত সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে লেংগং কুয়াকের কাম্পুং পেংকালান ইকানের একটি কলাবাগানে মনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করার পর শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে মকবুল হোসাইনের বিরুদ্ধে।
নিহত বাংলাদেশি শ্রমিকের লাশ তার বাসা থেকে প্রায় ১০ মিটার দূরে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
এ ঘটনার পর তল্লাশি অভিযান চালায় স্থানীয় পুলিশ। এরপর ১০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ পেরাকের কুয়ালা কাংসারের জালান কাম্পুং জামুয়ানের রাস্তার পাশ থেকে নিহত ওই বাংলাদেশির বন্ধু মোহাম্মদ মকবুল হোসাইনকে আটক করে পুলিশ।
সূত্র: মালয় মেইল
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.