11/22/2024 লড়াই বন্ধে আজারবাইজান-আর্মেনিয়ার প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আহ্বান
মুনা নিউজ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩ ০৪:১৭
বিরোধপূর্ণ নাগর্নো-কারাবাখে সামরিক অভিযান বন্ধ করতে আজারবাইজানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিতর্কিত পাহাড়ি অঞ্চলটিতে রক্তপাত বন্ধে দুপক্ষকেই সংঘাত না বাড়াতে বলছে রাশিয়া।
দক্ষিণ ককেশাসের নাগর্নো-কারাবাখ ইস্যুতে গত কয়েক মাস ধরে প্রতিবেশী আজারবাইজানের সঙ্গে থেমে থেমে উত্তেজনা দেখা গেছে। তবে বিতর্কিত কারাবাখ অঞ্চলটিকে নিজেদের দাবি করা আসা আজারবাইজান ১৯ সেপ্টেম্বর,মঙ্গলবার 'সন্ত্রাসী বিরোধী' নামে ফের অভিযান শুরু করেছে। কামানসহ সেনা পাঠিয়ে সীমান্ত এলাকায় হামলা চালাচ্ছে। এতে বেসামরিক নাগরিকরা পালাতে বাধ্য হচ্ছেন।
কয়েক মাস ধরে আর্মেনীয় জাতিগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছিল। আন্তর্জাতিকভাবে অঞ্চলটি আজারবাইজানের অংশ বলে স্বীকৃত। তবে আর্মেনিয়ার দাবি, এটা তাদের আদিস্থান। কিছু অংশ তারা নিয়ন্ত্রণও করছে। যা নিয়ে কয়েক দশক সংঘাত বিদ্যমান।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে পরস্থিতি প্রশমনে আনার আহ্বান জানিয়েছেন। ব্লিঙ্কেন সামজিকমাধ্যমে বলেছেন, আমি আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভের সঙ্গে আলাপ করেছি। অবিলম্বে নাগর্নো-কারাবাখে সামরিক হস্তক্ষেপ বন্ধের অনুরোধ জানিয়েছি।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের প্রতি ওয়াশিংটনের পূর্ণ সমর্থন আছে বলেও উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
সংঘাত নিরসনে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন আজারী প্রেসিডেন্ট। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
কারাবাখের বিচ্ছিন্নতাবাদী প্রশাসন জানিয়েছে, নতুন করে লড়াইয়ে ২৭ জনের বেশি নিহত হয়েছেন। এর মধ্যে দুজন বেসামরিক নাগরিক রয়েছেন। আহত দুই শতাধিক।
এদিকে আজারবাইজান-আর্মেনিয়ার লড়াই বন্ধে ২০২০ সালের শান্তি চুক্তি বাস্তবায়নে বুধবার আহ্বান জানিয়েছে মস্কো। টেলিগ্রামে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, রক্তপাত ও শত্রুতা বন্ধ করতে হবে। বেসামরিক হতাহত এড়াতে বিবাদমান পক্ষগুলো যার যার অবস্থানে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি আমরা।
উল্লেখ্য, ১৯৮০-এর দশকের শেষদিকে কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। ১৯৯৪ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এ সংঘর্ষে ৩০ হাজার মানুষ নিহত হয়। কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হলেও আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা।
মূলত এ নিয়েই সংঘাতের সূত্রপাত। ২০১৬ সালে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে বড় ধরনের সংঘাতে জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া। দীর্ঘ বিবাদের জেরে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ। এতে ৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হয়।
সূত্র: রয়টার্স
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.