11/22/2024 ভূমিকম্পে ধসে গেছে মসজিদ তাঁবুতে চলছে কুরআন হিফজ
মুনা নিউজ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩ ০৩:২৫
এক সপ্তাহ আগে সংঘটিত ভূমিকম্পে মরক্কোর কয়েকটি শহর বিধ্বস্ত হয়েছে। এতে ধসে পড়েছে সেখানকার বড় বড় অবকাঠামো। ধসের তালিকায় আছে মসজিদও। এজন্য খোলা আকাশের নিচে তাবু গেড়ে পবিত্র কুরআনে কারিম মুখস্থ করছে সেখানকার হিফজ বিভাগের শিক্ষার্থীরা।
১৮ সেপ্টেম্বর, সোমবার আল-জাজিরা মুবাশির জানায়, মসজিদ যেহেতু নেই, তাই বাচ্চাদের কুরআন হিফজ জারি রাখতে কর্তৃপক্ষ একটি খোলা জায়গায় তাঁবুটি স্থাপন করেছে। মরক্কোর মধ্যাঞ্চলীয় প্রদেশ তাজিমারির একটি এলাকায় তাঁবুটির অবস্থান। তাঁবুটি তুবকাল পর্বতের নিকটবর্তী একটি উঁচু টিলায় অবস্থিত।
মসজিদ কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের ফলে মসজিদে ফাটল ধরেছে। সেখানে নামাজ ও হিফজ বিভাগ পরিচালনায় ঝুঁকির আশঙ্কা রয়েছে। এজন্য তাঁবু গেড়ে কুরআনের দরস চলছে। কারণ, সবসময় ও সব পরিস্থিতিতে কুরআন তেলাওয়াত জারি রাখতে হবে।
খোলা আকাশের নিচে স্থাপিত ওই তাবুর একটি ভিডিও-ও শেয়ার করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি।
ভিডিওতে দেখা যাচ্ছে- বেশকিছু শিশু তাবুর মধ্যে রয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ওই শিশুদের হাতে নেই কোনো পবিত্র কোরআনের প্রতিলিপি। এর বদলে তারা কাঠের তক্তায় কোরআনের আয়াত লিখে, সেখান থেকে তা মুখস্থ করছে।
এদিকে, সপ্তাহের শুরুতে মরক্কোর একটি এলাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি মাদরাসার শিক্ষার্থীদের জন্য অস্থায়ী মাদরাসা নির্মাণ করে দিয়েছে সেনাবাহিনী। খোলা ময়দানে তাদের নির্মিত মাদরাসাটির ভিডিও সামাজিক মাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছে।
সূত্র : আল-জাজিরা
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.