11/22/2024 কয়েক সেকেন্ডের মধ্যেই গুড়িয়ে দেয়া হলো ১৫ তলা বিশিষ্ট ৯টি ভবন
মুনা নিউজ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৪৯
নিয়ন্ত্রিত বিস্ফোরণে একযোগে গুড়িয়ে দেয়া হলো তুরস্কের নয়টি ভবন। পূর্বাঞ্চলীয় মালাতিয়া শহরে চলতি সপ্তাহের ১৫ সেপ্টেম্বর, শুক্রবার প্রশাসনের তত্ত্বাবধানে চালানো হয় এ বিশাল কর্মযজ্ঞ। মূলত ফেব্রুয়ারী মাসের বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেঙে দেয়া হয়েছে এসব বিল্ডিংগুলো। মাত্র ১৪ সেকেন্ডে ধুলোয় মিশিয়ে দেয়া হয় ১৫ তলা বিশিষ্ট সুউচ্চ এসব স্থাপনা।
কর্তৃপক্ষ জানায়, ডেমোলিশনে ব্যবহার করা হয়েছে ১৬’শ ৬০ কেজি বিস্ফোরক সমৃদ্ধ ৩০ হাজার ক্যাপসুল। বিস্ফোরণে অবকাঠামোগুলো একসাথে নিচের দিকে ধসে পড়ে। প্রকৌশলীদের ভাষায় এ কৌশলের নাম ওয়াটারফল টেকনিক।
তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের মাত্রা এতোটাই তীব্র ছিলো যে ১২ হাজার বর্গকিলোমিটারের শহরের বিভিন্ন প্রান্ত থেকে শোনা যায় ধসের শব্দ। ধুলায় ধূসর হয়ে যায় গোটা এলাকা। মূলত ডিনামাইট বিস্ফোরণের মাধ্যমে একসাথে এতগুলো স্থাপনা গুড়িয়ে দেয়ার ঘটনা গোটা বিশ্বেই বিরল।
সূত্র : এবিএস-সিবিএন
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.