04/03/2025 দক্ষিণ কোরিয়ার কৃষিজমিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বিধ্বস্ত
মুনা নিউজ ডেস্ক
৬ মে ২০২৩ ০৯:৩১
দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান। শনিবার সকাল পৌনে ১০টার দিকে দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ওসান বিমানঘাঁটির পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
ওসান বিমান ঘাঁটির নিকটে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি প্রশিক্ষণ কাজে ব্যবহার হচ্ছিল। এ অবস্থায় সেটি একটি কৃষিক্ষেত্রে বিধ্বস্ত হয়। তবে পাইলটকে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান থেকে নিরাপদভাবে বের করা গেছে। তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার গিয়ঙ্গি প্রদেশের গভর্নর কিম ডং-ইওন টুইটারে জানিয়েছেন, স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাস্থলে দায়িত্ব পালন করেছেন।
নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়ে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী পরিচালিত ওসান বিমান ঘাঁটিটি উত্তর কোরিয়ার সীমান্ত থেকে ৪০ মাইল ভেতরে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.