04/03/2025 যুক্তরাষ্ট্রে ইসলামী শিক্ষার নতুন দিগন্ত : কুরআন একাডেমী ফর ইয়াং স্কলারস
মুনা নিউজ ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৫
নতুন চিন্তা, নতুন পদ্ধতি, নতুন দর্শন নিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে কুরআন একাডেমী ফর ইয়াং স্কলারর্স- ‘কাফিস’। ইতিমধ্যে নিউইয়র্ক সিটিতে কাফিস’র দু’টি শাখায় কার্যক্রম চলছে। সুনাম-খ্যাতি ছড়িয়েছে শহরের সীমা পেরিয়ে স্টেটে স্টেটে। অসংখ্য ছাত্র-ছাত্রী ইতিমধ্যে ভিড় জমিয়েছে নির্দিষ্ট সংখ্যার ক্লাশগুলোতে সম্পৃক্ত হওয়ার স্বপ্নে।
অভিভাবকগণ প্রশাসনিক কর্মকর্তাদের দ্বারস্থ হচ্ছেন সন্তানকে সঠিক জ্ঞানে শিক্ষিত করার আশায়। কাফিসে’র শাখা শিঘ্রই বাফেলো, ডেট্রয়েট সিটিতে সম্প্রসারিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন নীতিনির্ধারকগণ। অনুষ্ঠানের মডারেটর ছিলেন ন্যাশনাল এক্সিকেউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী। গত ১৭ নভেম্বর, রাত ৯টায় সহ¯্রাধিক দর্শক-শ্রোতার অংশগ্রহণে এক জুম মিটিং অনুষ্ঠিত হয়।
মুনা ন্যাশনালের আয়োজনে অনুষ্ঠিত জুম মিটিং’র সমাপনী বক্তব্যে সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট আবু আহমেদ নুরুজ্জামান বলেন, কাফিসের মাধ্যমে একাধারে তিনটি সিস্টেমকে (হাফেজ, আলেম, প্রচলিত শিক্ষা) ধরে রেখে রাসূল (সা)’র পদাংক অনুসরণ করে আমাদের শিক্ষার্থীরা সমাজে মুসলিম কমিউনিটির নেতৃত্ব দিবে। নুরুজ্জামানের হৃদয়স্পর্শী দোয়ার মাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.