11/23/2024 আমরাই সিদ্ধান্ত নেব ছাড় পাওয়া অর্থ কোথায় কীভাবে খরচ হবে : ইরান
মুনা নিউজ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪৭
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার কাছ থেকে ছাড় পাওয়া অর্থের ওপর তার দেশের পূর্ণ কর্তৃত্ব রয়েছে। তিনি আরো বলেছেন, এই অর্থ আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী খরচ করা হবে। ১২ সেপ্টেম্বর, মঙ্গলবার রাজধানী তেহরানে এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
গতমাসে আমেরিকার সঙ্গে ইরানের বন্দি বিনিময় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ইরান থেকে পাঁচ আমেরিকান বন্দি এবং আমেরিকার কারাগার থেকে পাঁচ ইরানি বন্দি মুক্তি পাবে। সেইসঙ্গে দক্ষিণ কোরিয়ায় ইরানের তেল বিক্রির যে ৬০০ কোটি ডলার আমেরিকান নিষেধাজ্ঞার কারণে আটকে ছিল তা ছেড়ে দেবে সিউল। এই চুক্তি বাস্তবায়নের কাজ অনেক দূর অগ্রসর হয়েছে।
প্রেসিডেন্ট রায়িসি তার সাক্ষাৎকারে বলেন, আমেরিকার চাপের কারণে দক্ষিণ কোরিয়া ইরানের অর্থ ছেড়ে দিতে রাজি হয়েছে।
তবে আমেরিকান প্রশাসন দাবি করছে, দক্ষিণ কোরিয়ার কাছ থেকে পাওয়া অর্থ ইরান কেবল ‘মানবিক কাজে’ ব্যবহার করতে পারবে।
এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তর প্রেসিডেন্ট রায়িসি বলেন, “এই অর্থ ইরানি জনগণের, ইরান সরকারের, কাজেই এই অর্থ কোথায় কোন কাজে খরচ হবে সে সিদ্ধান্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান নেবে।”
ইরানে আটক আমেরিকান বন্দিরা সুস্থ আছেন এবং তারা চুক্তি অনুযায়ী সময়মতো নিজ দেশে ফিরে যাবেন বলেও আশ্বাস দেন প্রেসিডেন্ট রায়িসি।
সূত্র : পার্সটুডে
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.