11/13/2024 এইচএসসির প্রশ্নপত্র চুরি, দুজনের কারাদণ্ড
মুনা নিউজ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৩ ০৩:৪৩
রংপুরের পীরগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির দায়ে একটি বিদ্যালয়ের ল্যাব সহকারী ও পিয়নের দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তকী ফয়সাল তালুকদার এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রংপুরের পীরগঞ্জ মহাবিদ্যালয়ের ল্যাব সহকারী রাসেল মিয়া (২৬) ও পিয়ন রাকিবুল ইসলাম নাজমুল (২৬)।
পীরগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব ছাদেকুল ইসলাম জানান, মঙ্গলবার পীরগঞ্জ মহাবিদ্যালয় কেন্দ্রে জীববিজ্ঞান, পৌরনীতি ও পরিসংখ্যান বিষয়ের পরীক্ষা চলছিল।
এ কেন্দ্রে পীরগঞ্জ মহিলা কলেজের ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯২ জন অংশ নেয়। পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে ওই কলেজের ল্যাব সহকারী রাসেল মিয়া জীববিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র কেন্দ্র সচিবের কক্ষ থেকে কৌশলে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। প্রশ্নপত্র পাচারের কাজে সহায়তা করায় কলেজের পিয়ন রাকিবুল ইসলাম নাজমুলকেও আটক করা হয়।
পরে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তকী ফয়সাল তালুকদার পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করে মো. তকী ফয়সাল তালুকদার বলেন, পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র বাইরে পাচার করার ঘটনায় জড়িত দুজনকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এ জন্য সবাইকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ঘটনার সাথে আরো কেউ জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.