11/23/2024 সারা দেশে ২৪ ঘণ্টায় আরও ২২ জনের দেহে করোনা শনাক্ত
মুনা নিউজ ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৩ ০৪:৫৪
সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত সবাই ঢাকা মহানগরীর বাসিন্দা। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছে মোট ২০ লাখ ৪৫ হাজার ৪৭১ জন। অন্যদিকে মারা গেছে মোট ২৯ হাজার ৪৭৭ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১৭৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৯৮২ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.