11/24/2024 মসজিদে নববীতে ছোট ব্যাগ নিয়েও ঢোকা যাবে না
মুনা নিউজ ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৩ ০৯:২৮
মসজিদ প্রাঙ্গণে লকারে ছোট ব্যাগ রাখা যাবে। আর বড় লাগেজ নিয়ে মসজিদ আঙ্গিনাতেও যাওয়া যাবে না। মদিনায় অবস্থিত মসজিদে নববীতে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি সরকার।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদে নববীর নামাজের জায়গায় ছোট ব্যাগ নিয়ে প্রবেশ করা নিষিদ্ধি থাকবে। তবে মসজিদ প্রাঙ্গণে লকারে ছোট ব্যাগ রাখা যাবে। আর বড় লাগেজ নিয়ে মসজিদ আঙ্গিনাতেও যাওয়া যাবে না। বাইরের লকারেও রাখা যাবে না।
মদিনার মসজিদে নববীতে রয়েছে নবী মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর রওজা মোবারক।
সৌদির নিয়ম অনুযায়ী, রওজা মোবারকে যেতে এবং প্রার্থনা করতে আগে থেকেই সরকারি অনুমতি নিতে হবে।
মক্কায় ওমরাহ পালনের পর অনেক মুসল্লি মসজিদে নববীতে ছুটে যান। চলতি মৌসুমে বিদেশ থেকে প্রায় ১ কোটি মুসলমান ওমরাহ পালনে আসবেন বলে অনুমান সৌদ সরকারের।
সূত্র : ইকনা
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.