11/23/2024 লাখ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে গাজায় শুরু হলো নতুন শিক্ষাবর্ষ
মুনা নিউজ ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৩ ১০:১৫
দখলদার ইসরাইল কতৃক অবরুদ্ধ করে রাখা গাজা উপত্যকার লক্ষ লক্ষ শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে স্কুলে যাওয়া শুরু করেছে।
গাজা উপত্যকার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন শিক্ষাবর্ষ অনুযায়ী প্রায় ৬ লাখ ২৫ হাজার শিক্ষার্থী স্কুলে উপস্থিত হয়েছে। যেখানে ৪৪৮ টি সরকারি স্কুলে ভর্তি হয়েছে ৩ লাখ ৫ হাজার শিক্ষার্থী।
ফিলিস্তিনিদের জন্য ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি থেকে ২৮৮ টি স্কুল পরিচালনা করে জাতিসংঘ। সেখানে সর্বমোট ৯ হাজার ৩০০ শিক্ষার্থী ভর্তি হয়েছে। এছাড়াও ৬৭ টি বেসরকারি স্কুলে মোট ২১ হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছে।
এসব স্কুলগুলোতে সর্বমোট ২২ হাজারেরও বেশি শিক্ষক পাঠদান করবেন। যার মধ্যে পাবলিক স্কুলগুলোতে ১২ হাজার, জাতিসংঘ প্রণীত স্কুলে ৯ হাজার ৩০০ ও বেসরকারি স্কুলে ১৩০০ শিক্ষক রয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
তবে শিক্ষক ও কর্মচারীদের বেতন সহ এ বছরের শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
উল্লেখ্য; দখলকৃত পশ্চিমতীরে গত সপ্তাহ থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। যেখানে প্রায় ১৪ লক্ষ শিক্ষার্থী ভর্তি হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.