11/10/2024 সৌদি সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান
মুনা নিউজ ডেস্ক
৫ মে ২০২৩ ১২:৫৭
সৌদি আরব সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি নামের গবেষণা প্রতিষ্ঠানে দেওয়া বক্তব্যে সুলিভান এ কথা জানান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, তিনি এই সপ্তাহান্তে সৌদি আরব যাবেন। সফরকালে দেশটির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামীকাল শনিবার থেকে সুলিভানের সৌদি সফর শুরু হচ্ছে। সুলিভান এমন একসময় সৌদি সফরে যাচ্ছেন, যখন ওয়াশিংটন ও রিয়াদের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন চলছে।
২০২২ সালের জুলাইয়ে সৌদি সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর এই সফরের পর থেকে দুই দেশের সম্পর্ক ভালো যাচ্ছে না। তবে দেশ দুটি সাম্প্রতিক সুদান সংকটসহ অনেক ক্ষেত্রে সহযোগিতা করছে।
সুলিভান জানান, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সৌদি আরবে আসবেন। সেখানে তাঁদের সঙ্গেও তাঁর বৈঠক হবে। বৈঠকে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। সুলিভান আরো বলেন, তাঁর সৌদি সফরের আলোচনায় ইয়েমেন সংঘাতের বিষয়টি গুরুত্ব পাবে। ইয়েমেন যুদ্ধের অবসানে একটি রোডম্যাপে কাজ করার জন্য তিনি বিভিন্ন পক্ষের প্রশংসা করেন।
সালিভান সোমবার রিয়াদ ভ্রমণ করছেন বলে নিশ্চিত করেছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র এমিলি হর্ন। তিনি বলেন, সৌদি মিত্র সংযুক্ত আরব আমিরাতও সফর করবেন সালিভান, তবে এর অতিরিক্ত বিবরণ তিনি দেননি। এর আগে, সালিভান ওই অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা করছেন বলে অ্যাক্সিওস প্রথম রিপোর্ট করেছিল।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.