11/22/2024 আমিরাতে স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ
মুনা নিউজ ডেস্ক
৩০ আগস্ট ২০২৩ ১১:৫৪
সংযুক্ত আরব আমিরাতের বেশির ভাগ স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা বলছেন, তাঁরা ক্রমাগত সচেতনতা বাড়াতে কাজ করছেন। কর্মশালাসহ বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সম্পর্কে নির্দেশিকাও দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের।
খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, দুবাইয়ের কিছু বেসরকারি স্কুল শিক্ষার্থীদের জন্য স্কুল চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার আংশিক বা সম্পূর্ণভাবে নিষেধ করেছে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাস্টিস্ট্যান্ট (এফএলটিএ)’ শিরোনামে এ শিক্ষা কার্যক্রমের জন্য আবেদন আহ্বান করেছে যুক্তরাষ্ট্র
প্রধান শিক্ষকেরা বলছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের জীবনের একটি অংশ হয়ে গেছে। আমরা এর অপব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের জানাই। এ ধরনের প্ল্যাটফর্মের অপব্যবহার স্কুলের নিয়মনীতির জন্য ঝুঁকিপূর্ণ। এমনকি মাঝেমধ্যে ফৌজদারি অপরাধের শামিল হয়ে যাচ্ছে।’
জেইএমএস আল খালিজ ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, শিক্ষাসংক্রান্ত সিইও গাদির আবু-সামাত বলেন, ‘আমরা অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে সব নির্দেশিকা শেয়ার করি। এটিও গুরুত্বপূর্ণ যে স্কুল–সংশ্লিষ্ট সবাই সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে সম্পূর্ণরূপে সচেতন। স্কুলে শিক্ষার্থীদের মুঠোফোন ব্যবহার করতে দেওয়া হয় না। স্কুল চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ।’
কিছু স্কুল শিক্ষার্থীর নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে স্কুল থেকে ছবি পোস্ট করার অনুমতি নেওয়ার বিধান রেখেছে।
সংযুক্ত আরব আমিরাতের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসংক্রান্ত আইনের ব্যাখ্যা করে আবু-সামাত বলেন, ‘স্কুলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে মানহানি এবং স্কুলের সুনাম ক্ষুণ্ন হলে বা নেতিবাচকভাবে প্রভাব পড়লে এর জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে স্কুল কর্তৃপক্ষ। এ ধরনের আচরণ অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যকার চুক্তিরও লঙ্ঘন।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.