11/23/2024 ইরান দিয়ে প্রথম রুশ বাণিজ্যিক ট্রেন যাচ্ছে সৌদি আরব : আইআরএনএ
মুনা নিউজ ডেস্ক
২৯ আগস্ট ২০২৩ ০৮:৫৮
সৌদি আরব যাওয়ার পথে বাণিজ্যিক পণ্যবাহী প্রথম রুশ ট্রেন ইরানে পৌঁছেছে। প্রথমবারের মতো এ ধরনের ট্রেন ইরানি ভূখণ্ডে প্রবেশ করল বলে ইসলামিক রিপাবলিক নিউজ অ্যাজেন্সি (আইআরএনএ) জানিয়েছে।
আইারএনএ জানিয়েছে, ট্রানজিট কার্গোটি ২৬ আগস্ট শনিবার তুর্কমেনিস্তান-সংলগ্ন ইনচেহ-বরুন সীমান্ত-ক্রসিং দিয়ে ইরানে প্রবেশ করে। এটি এখন বন্দর আব্বাসে যাচ্ছে। সেখান থেকে এটি সৌদি আরব যাবে।
গুলিস্তান প্রদেশের কাস্টমস মহাপরিচালক শাহরিয়ার শাহরিয়ারির উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, ট্রেনটির ৩৬টি কনটেইনার রয়েছে। এটি ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর (আইএনএসটিসি)-এর অংশ হিসেবে এই পথ অতিক্রম করেছে।
তিনি বলেন, এই রুটটি পণ্য সরবরাহে কয়েক দিন বাঁচাবে। আর এতে কাস্টমস টেরিফ অর্ধেকে নেমে আসবে।
রুশ স্পুনটিক সংবাদ সংস্থা জানায়, ট্রেনটি রাশিয়ার চেলিবিনক্স থেকে যাত্রা করে কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও ইরান হয়ে নথ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর দিয়ে পথ অতিক্রম করে।
রিয়াদে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মধ্য ফেব্রুয়ারিতে এক সাক্ষাতকারে বলেন, তার দেশ সৌদি আরবের সাথে বাণিজ্য বিনিময় ৫ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়। বর্তমানে তা ১.৬ বিলিয়ন ডলারে রয়েছে।
সূত্র : তেহরান টাইমস
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.