11/23/2024 আমেরিকাকে ৩৩০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ
মুনা নিউজ ডেস্ক
২৮ আগস্ট ২০২৩ ১০:০০
ইরানে ১৯৮০ সালের ‘নোজে’ ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহতদের পরিবারকে ৩৩০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বলেছে ইরানের একটি আদালত।
ওই সামরিক অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন বা বস্তুগত ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তাদের পরিবার ২০২২ সালে আমেরিকান সরকার এবং আরো সাত বিবাদির বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন।খবর ইরনার।
আদালতে এ সংক্রান্ত ফৌজদারি মামলার রায়ে যুক্তরাষ্ট্রকে ব্যর্থ অভ্যুত্থানের ‘পরিকল্পনা প্রণয়ন ও তা কার্যকর করার’ জন্য দোষী সাব্যস্ত করা হয়।
ইরানের বিচার বিভাগ বলেছে, ওই অভ্যুত্থানের বেঁচে যাওয়া ব্যক্তি ও তাদের আইনজীবীদের বক্তব্যের শুনানি শেষে আমেরিকান সরকারকে ‘বস্তুগত ও নৈতিক’ ক্ষতির জন্য ৩০ মিলিয়ন ডলার এবং ‘শাস্তিমূলক ক্ষতি’ হিসেবে ৩০০ মিলিয়ন ডলার দেয়ার নির্দেশ দেন আদালত।
আদালতের রায়ে বলা হয়, সুতরাং নোজে বিদ্রোহে নিহত ব্যক্তিদের পরিবারকে জরিমানা ও ক্ষতিপূরণ বাবদ আমেরিকান সরকারকে ৩৩০ মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে।
১৯৮০ সালে ইরানে সদ্য প্রতিষ্ঠিত ইসলামি সরকার ব্যবস্থা উৎখাত ও বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনীকে হত্যা করার উদ্দেশ্যে নোজে বিদ্রোহের পরিকল্পনা করা হয়েছিল।
ওই পরিকল্পনায় সাবেক শাহ সরকারের নিয়োগপ্রাপ্ত সেনাবাহিনী, বিমান বাহিনী এবং গোয়েন্দা সংস্থার অফিসার ও চাকুরিজীবীরা জড়িত ছিল। ১৯৮০ সালের ৯ ও ১০ জুলাই ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান শহরের নিকটবর্তী নোজে বিমান ঘাঁটি থেকে শত শত সেনা কর্মকর্তাকে গ্রেফতারের মধ্য দিয়ে ওই বিদ্রোহের অবসান ঘটে।
২০১৭ সালে ইসলামি বিপ্লবী তথ্য কেন্দ্র জানায়, ১৯৮০ সালের ওই বিদ্রোহের পরিকল্পনা ও বাস্তবায়নে যুক্তরাষ্ট্র প্রধান ভূমিকা পালন করে। বিদ্রোহে জড়িত বিমান বাহিনীর কর্মকর্তা ও পাইলট নাসের রোকনির স্বীকারোক্তির সূত্র ধরে আমেরিকার হাত থাকার বিষয়টি ধরা পড়ে। রোকনি জানান, বিদ্রোহের জন্য আমেরিকান সরকার ইরানি সেনা কর্মকর্তাদের বিপুল পরিমাণ অর্থ দিয়েছিল।
সূত্র : ডেইলি সান
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.