11/23/2024 ফ্লোরিডায় ম্যাস শ্যুটিং, হামলাকারীর পরিচয় প্রকাশ
মুনা নিউজ ডেস্ক
২৮ আগস্ট ২০২৩ ০৮:২১
কৃষ্ণাঙ্গদের চরম ঘৃনা করতেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সুপারশপে হামলাকারী। ২৭ আগস্ট, রোববার তার নাম-পরিচয় প্রকাশের পর এ তথ্য জানায় পুলিশ। খবর রয়টার্সের।
অভিযুক্ত ২১ বছর বয়সী রায়ান ক্রিসটোফারের বাড়ি থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি নোট। যেখানে তীব্র বর্ণবিদ্বেষী মনোভাবের কথা লিখে রেখেছিলেন তিনি।
কর্তৃপক্ষ জানায়, এর আগে অপরাধের রেকর্ড ছিল না ক্রিস্টোফারের। তার কাছে পাওয়া অস্ত্রগুলোও ছিল বৈধ।
শনিবার জ্যাকসনভিলে একটি সুপার স্টোরের বাইরে এক নারীকে লক্ষ্য করে ১১ রাউন্ড গুলি ছোড়েন ক্রিস্টোফার। ভেতরে প্রবেশ করে হত্যা করে আরও দু’জনকে। পুলিশের সাথে গুলি বিনিময়ের একপর্যায়ে করেন আত্মহত্যা।
এ ঘটনার পর আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন। দেশটিতে চলতি বছরই ২৮ হাজারের বেশি মৃত্যু হয়েছে বন্দুক সহিংসতার জেরে। অস্ত্রের সহজলভ্যতার কারণেই ম্যাস শ্যুটিং বাড়ছে বলে অভিযোগ অনেকের।
সূত্র : রয়টার্স
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.