11/25/2024 পবিত্র গ্রন্থের অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জাতিসংঘের মুখপাত্র
মুনা নিউজ ডেস্ক
২৬ আগস্ট ২০২৩ ০৮:৪২
পবিত্র গ্রন্থের অসম্মান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আমাদের পারস্পরিক শ্রদ্ধা প্রয়োজন। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দোজারিক ২৫ আগস্ট, শুক্রবার ইরাক এবং সুইডেন পরিস্থিতি সম্পর্কে ওই মন্তব্য করেন।
সুইডেনের স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে ২৪ আগস্ট, বৃহস্পতিবার সকালে শত শত বিক্ষোভকারী বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা চালায়। বিক্ষোভকারীরা দূতাবাসের দেয়াল টপকে উপরে উঠে আগুন ধরিয়ে দেয়।
বাগদাদে সুইডিশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে: হামলার কারণে দূতাবাসটি বন্ধ রয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসের সকল কার্যক্রম স্থগিত থাকবে।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক সুইডেনে বারবার কুরআন অবমাননা এবং বাগদাদে সুইডিশ দূতাবাস পোড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইরাক ও সুইডেনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের ওই উদ্বেগের কথা জানান। তিনি বলেন: অন্যান্য বিষয়ের মধ্যে আমরা উদ্বেগের সাথে সুইডিশ দূতাবাসে বিক্ষোভকারীদের প্রবেশ এবং আগুন লাগানোর বিষয়টির ওপরও নজর রাখছি। আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রয়োজনীয়তায় বিশ্বাসী।
স্টেফান বলেন: পবিত্র গ্রন্থের অবমাননাসহ ইবাদাতের স্থানগুলোর অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু দু:খজনকভাবে শতাব্দির পর শতাব্দি ধরে এই উস্কানিমূলক কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে। দোজারিক বলেন: পারস্পরিক ধর্ম ও মাজহাবের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সকল মানুষের গুরুত্বপূর্ণ নৈতিক দায়িত্ব।
ইরাক সরকারও এ বিষয়ে জরুরি বৈঠকে বসেছে। বৈঠক শেষে এক বিবৃতিতে বাগদাদে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে ইরাক ত্যাগের আহ্বান জানিয়েছে।
সূত্র : পার্সটুডে
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.