11/23/2024 প্রভাতী – কাজী নজরুল ইসলাম
মুনা নিউজ ডেস্ক
২৫ আগস্ট ২০২৩ ১৩:৩৬
ভোর হোলো
দোর খোলো
খুকুমণি ওঠ রে!
ঐ ডাকে
জুঁই-শাখে
ফুল-খুকী ছোট রে!
রবি মামা
দেয় হামা
গায়ে রাঙা জামা ঐ,
দারোয়ান
গায় গান
শোনো ঐ, ‘রামা হৈ!’
ত্যাজি’ নীড়
ক’রে ভিড়
ওড়ে পাখী আকাশে,
এন্তার
গান তার
ভাসে ভোর বাতাসে!
চুল বুল
বুল বুল
শিস দেয় পুস্পে,
এইবার
এইবার
খুকুমনি উঠবে!
খুলি’হাল
তুলি’ পাল
ঐ তরী চল লো,
এইবার
এইবার
খুকু চোখ খুললো!
আলসে
নয় সে
ওঠে রোজ সকালে,
রোজ তাই
চাঁদা ভাই
টিপ দেয় কপালে।
উঠল
ছুটল
ঐ খোকাখুকী সব,
‘উঠেছে
আগে কে’
ঐ শোনো কলরব।
নাই রাত
মুখ হাত
ধোও, খুকু জাগো রে!
জয়গানে
ভগবানে
তুমি’বর মাগো রে!
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.