11/23/2024 চলতি বছরে ২০১৯ সালের রেকর্ড ভাঙলো ডেঙ্গু
মুনা নিউজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৩ ১৩:২২
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ১৯৭ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত (২১ আগস্ট) এক লাখ দুই হাজার ১৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২০১৯ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক এক লাখ এক হাজার ৩৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ ভাঙলো সেই রেকর্ড।
সোমবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৮৭২ জন ঢাকার। অন্যান্য বিভাগের এক হাজার ৩৮৫ জন। এ সময় ৯ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪৮৫ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে সাত হাজার ৮৮৬ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন তিন হাজার ৬০৭ জন। বাকি চার হাজার ৭৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৪ হাজার ২০ জন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.