11/23/2024 নাইজারে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে এরদোগান
মুনা নিউজ ডেস্ক
২২ আগস্ট ২০২৩ ১০:০৫
নাইজারে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, নাইজারের সেনা শাসকের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করলে তাতে পুরো আফ্রিকা মহাদেশে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে। হাঙ্গেরি সফর শেষে দেশে ফেরার পথে এরদোগান তার বিমানে বসে সাংবাদিকদের এসব কথা বলেন।
এরদোগান বলেন, পশ্চিমা দেশগুলো এবং পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোওয়াস নাইজারে যে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে তা গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, নাইজারের সামরিক শাসকের বিরুদ্ধে ইকোওয়াস যে সামরিক হস্তক্ষেপ করতে যাচ্ছে তাকে আমি সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি না। কারণ এতে আফ্রিকার বিভিন্ন দেশে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে।
গত ২৪ জুলাই নাইজারের সাবেক প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রধান জেনারেল আব্দুর রহমান তিয়ানি দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটান এবং প্রেসিডেন্ট মুহাম্মাদ বাজুমকে বন্দী করেন।
ইকোওয়াস প্রথম থেকেই এই অভ্যুত্থান মেনে নেয়নি বরং তারা বলছে, প্রেসিডেন্ট বাজুমকে ক্ষমতায় পুনর্বহাল করতে হবে। এজন্য তারা নাইজারের জান্তা সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। তবে জেনারেল তিয়ানি বলেছেন, বহি:শক্তির আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য তার বাহিনী প্রস্তুত রয়েছে।
সূত্র : পার্সটুডে
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.