11/22/2024 কুরআন একাডেমী বাফেলোর প্রথম প্যারেন্ট-টিচার্স মিটিং
মুনা নিউজ ডেস্ক
৫ মে ২০২৩ ১১:৪৪
ব্যতিক্রমী উদ্যোগ এবং সকলে মিলে সাফল্যের জন্য ঝাপিয়ে পরার মানসিকতা নিয়ে শুরু হওয়া ‘কুরআন একাডেমী বাফেলোর’ প্রথম প্যারেন্ট টিচার্স মিটিং অনুষ্ঠিত হল গত ৭ অক্টোবর, শুক্রবার সকালে। বিআইসিসি’র হলরুমে প্রায় সকল ছাত্র ছাত্রীর বাবা-মায়েরা উৎসাহ এবং উৎসুক ছিলেন প্রতিষ্ঠানের প্রথম প্যারেন্ট-টিচার্স মিটিং নিয়ে। পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত ও প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ুমের শুরু কথার মাধ্যমে মিটিং শুরু হয়। মতামত ব্যক্ত করেন অভিভাবকবৃন্দ। শিক্ষার্থীদের হোম ওয়ার্ক, শিক্ষার পদ্ধতি, নিরাপত্তা, স্কুল ও বাসার সময়গুলোর যথাযথ ব্যবহার ইত্যাদি নিয়ে উভয় পক্ষ সুচিন্তিত মতামত রাখেন এবং আলোচনা-পর্যালোচনার পর সকলে আগামী দিনগুলোর করণীয় নিয়ে ঐক্যমতে পৌঁছেন। অভিভাবকদের প্রায় সবাই তাদের সন্তানদের এক মাসের ইমপ্রুভমেন্ট দেখে সন্তোস প্রকাশ করেন। আলোচনাপর্বের শুরুতে প্রতিটি শিক্ষার্থীর অভিভাবকদের সাথে সংশ্লিষ্ট শিক্ষকগণ একান্তে মিটিং করেন এবং ছাত্র-ছাত্রীদের সাফল্য ও দৃষ্টিআকর্ষণের বিষয়গুলো নিয়ে কথা বলেন।
প্রকাশকাল : সেপ্টেম্বর ২০২২
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.