11/22/2024 মাকে কাঁধে নিয়ে মসজিদে নববীতে নারী মুসল্লি
মুনা নিউজ ডেস্ক
২০ আগস্ট ২০২৩ ০৮:১১
পবিত্র মসজিদে নববীতে মাকে কাঁধে নিয়ে এক নারী মুসল্লি মসজিদ পানে ছুটে যাচ্ছেন। ১৭ আগস্ট, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এমনই এক ভিডিওটি শেয়ার করে স্কাই নিউজ আরাবিয়া।
জানা যায়, ওই নারী মিসর থেকে ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছেন। পবিত্র মসজিদে নববী প্রাঙ্গণে এসে বয়স্ক মাকে কাঁধে তুলে নেন তিনি। এরপর তারা নামাজে অংশ নেন। এর মাধ্যমে মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রকাশ পায়। এর আগে মাকে কাঁধে নিয়ে অনেকে পবিত্র কাবাঘর তাওয়াফ করেছেন।
বয়স্ক বাবা-মায়ের প্রতি সন্তানের ভক্তি সর্বজনীন। এক্ষেত্রে ছেলে-মেয়ের মধ্যে তেমন তারতম্য দেখা যায় না। এই দৃশ্যে যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা তাদের ভূয়সী প্রশংসা করেন।
গত মার্চের দিকে উজবেকিস্তানের এক ওমরাহ পালনকারী হাসিমুখে মাকে কাঁধে নিয়ে কাবা ঘর তাওয়াফ করেন। তখন সেই দৃশ্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার নজর কাড়ে।
ইসলাম মা-বাবার সঙ্গে সর্বোত্তম সদাচারের নির্দেশ দিয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে মায়ের নির্দেশনা পালনে বিশেষ তাগিদ রয়েছে। বিশেষত বাবা-মা বয়োবৃদ্ধ হলে তাদের সেবা ও শুশ্রূষার মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের কথা বলা হয়েছে।
কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমার রব আদেশ দিয়েছেন, তিনি ছাড়া অন্য কারো ইবাদত না করতে এবং বাবা-মায়ের প্রতি সদ্ব্যবহার করতে, তাদের একজন বা উভয়ে তোমার কাছে বার্ধক্যে উপনীত হলে তাদেরকে (অবজ্ঞা করে) ‘উফ’ শব্দও বলবে না, তাদেরকে ধমক দেবে না এবং তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলবে।’ (সুরা : বনি ইসরাইল, আয়াত : ২৩)
ভিডিও লিঙ্ক
সূত্র : স্কাই নিউজ আরবিয়া
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.