11/22/2024 কবি মতিউর রহমান মল্লিক স্মরণে ওয়েস্ট জোনের সাংস্কৃতিক সন্ধ্যা
মুনা নিউজ ডেস্ক
৫ মে ২০২৩ ১১:১৮
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) ওয়েস্ট জোনে গত ২০ শে আগস্ট ২০২২ রোজ শনিবার সন্ধ্যা ৮:১৫ মিনিটে (প্যাসিফিক টাইম) কান্ডারী কালচারাল গ্রুপের আয়োজনে মরহুম কবি মতিউর রহমান মল্লিক স্মরণে অনুষ্ঠিত হয় এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। ওয়েস্ট জোন কমিউনিকেশন মিডিয়া এন্ড কালচারাল ডিপার্টমেন্টের সার্বিক সহযোগিতায় ভার্চুয়ালী অনুষ্ঠিত উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন কমিউনিকেশন, মিডিয়া, এন্ড কালচারাল ডিপার্টমেন্ট ন্যাশনাল ডিরেক্টর মুহতারাম আনিসুর রহমান গাজী, ইয়ং সিস্টার অফ মুনা ন্যাশনাল ডিরেক্টর রোকেয়া রহমান রিনা, ওয়েস্ট জোন প্রেসিডেন্ট আশরাফ হোসাইন আকবর ও সেক্রেটারি জনাব আব্দুল মান্নান ও ওয়েস্ট জোন কমিউনিকেশন, মিডিয়া, এন্ড কালচারাল ডিপার্টমেন্ট ডিরেক্টর প্রকৌশলী মুহাম্মদ ইসমাইল হোসাইন। অতিথি শিল্পী হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকেন মরহুম কবি মতিউর রহমান মল্লিক এর সহযোদ্ধা গীতিকার, সুরকার, ও আন্তর্জাতিক নাশীদ শিল্পী সাইফুল্লাহ মানসুর, ও বর্তমান সময়ের ইসলামিক নাশীদের জনপ্রিয় শিল্পী ও উম্মাহ কালচারাল গ্রুপ, নিউইয়র্ক এর পরিচালক ডক্টর আতাউল ওসমানী প্রমুখ। কান্ডারী কালচারাল গ্রুপের পরিচালক রাশেদ হাসান মোহাম্মদ ইসমাইল হোসাইন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন কান্ডারী কালচারাল গ্রুপের সদস্য ডঃ শরিফুল ইসলাম। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জোন প্রেসিডেন্ট জনাব আশরাফ হোসাইন আকবর। তিনি তার স্বাগত বক্তব্যে মরহুম কবি মতিউর রহমান মল্লিকের স্মরণে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠান আয়োজন করায় কান্ডারী কালচারাল গ্রুপের পরিচালকসহ সকল সদস্যদের আন্তরিক মোবারকবাদ জানান ও অনুষ্ঠানের আশু সফলতা কামনা করেন। প্রায় দুই ঘন্টা ব্যাপী চলমান এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের মরহুম কবি মতিউর রহমান মল্লিকের স্মৃতিচারণ ও তার রচিত নাশীদের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত দর্শক শ্রোতা কে নির্মল আনন্দ দানসহ অতীতে ফিরিয়ে নিয়ে উনার আদর্শ, জীবনধারা, ও ইসলামী সাংস্কৃতিক আন্দোলনে তার ভূমিকার কথা স্মরণ করানোর মাধ্যমে এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে শিল্পী আনিসুর রহমান গাজী, শিল্পী সাইফুল্লাহ মানসুর ও শিল্পী ডঃ আতাউল ওসমানী কবি মতিউর রহমান মল্লিক রচিত পৃথক পৃথক নাশীদ পরিবেশন করেন। পাশাপাশি কান্ডারী কালচারাল গ্রুপের পক্ষ থেকেও যৌথ নাশীদ পরিবেশন করা হয়। কান্ডারী কালচারাল গ্রুপের মধ্যে থেকে যারা পারফরম্যান্স করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেজাউল করিম, মতিউর রহমান মুকুল, আব্দুল্লাহ আল মামুন, হাফিজুর রহমান ও ইয়াকুব আলী প্রমুখ।
প্রকাশকাল : সেপ্টেম্বর ২০২২
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.