04/20/2025 নিয়ন্ত্রণের বাইরে স্পেনের দাবানল, পরিস্থিতি ভয়ংকর
মুনা নিউজ ডেস্ক
১৭ আগস্ট ২০২৩ ১৪:৩৪
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হলো টেনেরিফে। সেখানেই পাহাড়ের জঙ্গলে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। সর্বশেষ তথ্য অনুসারে এই দাবানল ভয়ংকর আকার নিয়েছে। ২৫০টি দমকল কাজ করেও এর মোকাবেলা করতে পারছে না।
সূত্র মতে, ২৪ ঘণ্টার মধ্যে এক হাজার আটশ হেক্টরে ছড়িয়েছে এই দাবানল। পাহাড়ের দুই দিকে ২২ কিলোমিটার এলাকা জুড়ে জঙ্গল জ্বলছে। মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত ১৫০ জনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছু কুকুরকেও সরানো হয়েছে।
স্থানীয় নেতা ফার্নান্দো ক্লাভিহো জানিয়েছেন, ''আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। পরিস্থিতি ভয়ংকর।'' তিনি জানিয়েছেন, ''এখন আমাদের প্রথম লক্ষ্য হলো আগুন যাতে আর না ছড়ায়। তারপর যে জায়গাগুলো জ্বলছে, সেখানের আগুন নিয়ন্ত্রণে আনা।''
এর মধ্যে ১৪টি বিমানকে আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে। সেইসঙ্গে ২৫০টি দমকল কাজ করছে সাথে সেনারাও আগুন নেভানোর কাজে নেমেছে।
গত বুধবার দুপুরে সিপ্লেন এসেছে বলে জানা যায়। এগুলি থেকে জল ফেলা হয়। টেনেরিফে কাউন্সিলের দাবানল বিশেষজ্ঞ ভিকি পালমা বলেছেন, ''রাতের দিকে আরো জোরে হাওয়া বইতে পারে। ফলে বৃহস্পতিবার দাবানল আরো ছড়াবার আশঙ্কা থেকে যাচ্ছে।''
কাউন্সিলের আরেক সদস্য রোসা জানিয়েছেন, ''পাহাড়ের দিকে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে।'' টেনেরিফের দুইটি বিমানবন্দর এখনো চালু আছে বলে জানানো হয়েছে।
খবর অনুসারে, গত কয়েক সপ্তাহ ধরে খুব বেশি গরম পড়েছিল। ফলে জঙ্গল একেবারে শুকনো হয়ে গিয়েছিল। গরমের সময় এখানে বেশ কয়েকটি দাবানল লেগেছিল। কিন্তু সেগুলি সাফল্যের সঙ্গে নিভিয়ে ফেলা হয়। কিন্তু এবারের পরিস্থিতি রীতিমতো ভয়ংকর। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আগুন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.