11/22/2024 বাংলাদেশে ৫.৫ মাত্রার ভূমিকম্প
মুনা নিউজ ডেস্ক
১৫ আগস্ট ২০২৩ ১০:২৬
বাংলাদেশের রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। ১৪ আগস্ট, সোমবার রাত পৌনে ৯টার দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ বিভিন্ন এলাকা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। ভারতের আসামের করিমগঞ্জ জেলা থেকে ১৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই ভূমিকম্পের উৎপত্তি। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের মাত্রা ৫.২ বলে জানা গিয়েছিল। বাংলাদেশ ভারত ছাড়াও ভুটান এবং চীনেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস। তবে এই ভূমিকম্পে এশিয়ার এই পাঁচ দেশে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
গুগলের অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যাল্যার্টস সিস্টেম বলছে, বাংলাদেশের সিলেটের কানাইঘাট উপজেলার ৫ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় সীমান্তে এই ভূমিকম্পের উৎপত্তি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.