11/23/2024 শপথ নিলেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কাকার
মুনা নিউজ ডেস্ক
১৫ আগস্ট ২০২৩ ০৯:১৩
পাকিস্তানের অষ্টম অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনোয়ারুল হক কাকার। ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে এক অনুষ্ঠানে ১৪ আগস্ট, সোমবার প্রেসিডেন্ট আরিফ আলভি তাকে শপথ পাঠ করান। বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) সিনেটর আনোয়ারুল হক কাকার।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান (সিওএএস) অসীম মুনির, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রাজা, নৌপ্রধান অ্যাডমিরাল আমজাদ খান নিয়াজি, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুম এবং সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পরিষদের সাবেক স্পিকার রাজা পারভেজ আশরাফ, সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানি, সিন্ধুর গভর্নর কামরান তেসোরি, পাঞ্জাবের গভর্নর বালিঘুর রহমান, খাইবার পাখতুনখোয়া গভর্নর হাজি গুলাম আলি, পিটিআই সিনেটর শাহজাদ ওয়াসিম এবং পিপিপি নেতা কারিম কুন্ডি।
শপথ নেওয়ার পর সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও দেখা করেন কাকার। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে দেওয়া হয় গার্ড অব অনারও। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাকারের প্রথম কাজ হবে নির্বাচনের সময়কালে দেশ পরিচালনার জন্য একটি মন্ত্রিসভা নির্বাচন করা।
শাহবাজ এবং সাবেক বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজের মধ্যে তিন দফা বৈঠকের পর শনিবার কাকারকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছিল।
৯ আগস্ট পাকিস্তানের পার্লেমেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার তিন দিন আগে জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়।
পাকিস্তানের সংবিধান অনুসারে, পার্লামেন্ট ভেঙে দেওয়ার তিন দিনের মধ্যে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে হয়। আর মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার ভেঙে যাওয়ায় নির্বাচন করতে হবে ৯০ দিনের মধ্যে।
সূত্র : পিটিভি নিউজ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.