11/22/2024 রাশিয়ায় গ্যাসস্টেশনে বিস্ফোরণে নিহত ২৭, আহত ৬৬
মুনা নিউজ ডেস্ক
১৫ আগস্ট ২০২৩ ০৮:১৯
রাশিয়ার ককেশাস প্রজাতন্ত্রের দাগেস্তানের একটি গ্যাস স্টেশনে আগুন লেগে তিন শিশুসহ ২৭ জনের মৃত্যু হয়েছে ও ৬৬ জনের বেশি আহত হয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি এ তথ্য দিয়েছে।
১৪ আগস্ট, সোমবার রাতে দেশটির দাগেস্তান প্রদেশের রাজধানী মাখাচকালাতে একটি হাইওয়ে রাস্তার পাশে অবস্থিত অটো মেরামতের দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং বিস্ফোরণ ঘটে। এরপর আগুন কাছাকাছি একটি গ্যাস স্টেশনে ছড়িয়ে পড়ে। রাশিয়ার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এছাড়াও অনলাইনে পোস্ট করা ফুটেজে দেখা গেছে যে একটি একতলা ভবনে আগুন লেগেছে।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘এখানে যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’
রাশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী ভ্লাদিমির ফিসেঙ্কোর বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জন, তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
দাগেস্তানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, আহতদের মধ্যে ১৩ শিশু রয়েছে।
রাশিয়ান জরুরি পরিষেবার একটি বিবৃতি উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস জানিয়েছে, ৬০০ বর্গ মিটার (৭১৫ বর্গ ইয়ার্ড) এলাকায় ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটারদের সাড়ে তিন ঘণ্টার বেশি সময় লেগেছে।
সূত্র : ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.