11/22/2024 বেলারুশকে শত্রু দেশ ঘোষণা করলো পোল্যান্ড
মুনা নিউজ ডেস্ক
১৪ আগস্ট ২০২৩ ০৯:৫৭
প্রতিবেশী বেলারুশকে পোল্যান্ড শত্রু দেশ হিসেবে ঘোষণা করেছে। পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী পাওয়েল জাবলোনস্কি ১২ আগস্ট শনিবার বলেন, বেলারুশ যদি পোল্যান্ডের সাথে সম্পর্ক করতে চায় তাহলে তাকে অবশ্যই পোল্যান্ডের দাবিগুলো পূরণ করতে হবে।
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক উন্নত করার আহ্বান জানানোর পর পোল্যান্ড সরকারের পক্ষ থেকে এই বক্তব্য দেয়া হলো।
বেলারুশের প্রেসিডেন্টের আহ্বান সম্পর্কে সন্দেহ প্রকাশ করে জাবলোনস্কি বলেন, বেলারুশের নেতার এই আহবান ফাঁকা বুলি ছাড়া আর কিছু নয়।
পোলিশ উপ পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় গণমাধ্যমকে আরো বলেন, "আমরা বলছি যে, পোল্যান্ডের সীমান্তে হামলা চলছে, ফলে বেলারুশের নেতার কাছ থেকে আমরা আবারে ফাঁকা বুলি শুনছি। তার বক্তব্যের প্রকৃতপক্ষে কোনো সারবত্তা নেই।"
পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বেলারুশের সাথে খারাপ সম্পর্ক চায় না তার দেশ, অথবা বর্তমান অবস্থার জন্য তার দেশ দায়ী নয়। প্রকৃতপক্ষে যদি বেলার রুশ সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আন্তরিক থাকে তাহলে তাদের সামনে খুবই সহজ পথ রয়েছে, আর সেটি হচ্ছে পোল্যান্ড যেসব দাবি জানিয়েছে সেগুলো মিনস্ক পূরণ করবে।#
পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বেলারুশের সঙ্গে খারাপ সম্পর্ক চায় না তার দেশ, অথবা বর্তমান অবস্থার জন্য তার দেশ দায়ী নয়।
সূত্র : পার্সটুডে
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.