11/23/2024 তিন মিনিটে হঠাৎ ১৫ হাজার ফুট নিচে নেমে গেল প্লেন
মুনা নিউজ ডেস্ক
১৪ আগস্ট ২০২৩ ০৯:৩৬
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা থেকে ফ্লোরিডা রাজ্যের গেইনসভিলের উদ্দেশ্যে যাচ্ছিল আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৫৯১৬। এরমধ্যে হঠাৎ করেই মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের কারণে মাত্র ৩ মিনিটের মধ্যে বিমানটি ১৫ হাজার ফুট নিচে নেমে যায়। আর উড়ন্ত অবস্থায় বিমান অপ্রত্যাশিতভাবে নিচে নেমে যাওয়ায় প্রচণ্ড ভয় পেয়ে যান যাত্রীরা। গত ১০ আগস্ট, বৃহস্পতিবার এমন ভয়াবহ ঘটনাটি ঘটে। খবর ফক্স নিউজের।
কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসনের একজন মুখপাত্র জানান, খুব সম্ভবত বিমান ‘কোনো চাপজনিত সমস্যার’ মধ্যে পড়েছিল। তবে এমন বিপদে পড়ার পরও বিমানটি স্থানীয় সময় বিকাল ৫টায় ফ্লোরিডায় অবতরণ করতে সমর্থ হয়।
এমন ভয়াবহ ঘটনার দিন ওই বিমানে যাত্রী হিসেবে ছিলেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হ্যারিসন হোভ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
ওইদিনের ঘটনা ‘ভয়ানক’ ছিল উল্লেখ করে তিনি লিখেন, ‘আমি অনেকবার বিমানে চড়েছি। এটি ভয়ানক ছিল। আমেরিকান ফ্লাইট ৫৯১৬ এর ক্রু ও পাইলটদের ধন্যবাদ। মধ্য আকাশে কোনো কিছু বিকল হয় এবং কেবিনের চাপ কমে যায়।’ ছবিতে তাকে এয়ার মাস্ক পরে থাকতে দেখা যায়।
পরবর্তীতে আমেরিকান এয়ারলাইন্সের মুখপাত্র এক বিবৃতিতে জানান, বিমানটি হঠাৎ করে নিচে নেমে যাওয়ার কারণ ছিল ‘চাপজনিত সমস্যা।’
এদিকে বিমানটি মাত্র ৩ মিনিটের মধ্যে ১৫ হাজার ফুট নেমে আসলেও সবমিলিয়ে ১১ মিনিটের মধ্যে এটি ১৮ হাজার ফুট নেমে যায়।
সূত্র: ফক্স নিউজ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.