11/23/2024 কাতারে মসজিদ নিয়ে বিশেষ প্রদর্শনীর সমাপ্তি
মুনা নিউজ ডেস্ক
১৩ আগস্ট ২০২৩ ০৯:২২
কাতারে মসজিদ নিয়ে বিশেষ প্রদর্শনীর সমাপ্তিকাতারে মসজিদের ইতিহাস-ঐতিহ্য নিয়ে বিশেষ প্রদর্শনী শেষ হয়েছে। গতকাল ১২ আগস্ট, শনিবার ছিল প্রদর্শনীর শেষ দিন। ‘মস্ক’স ইন কাতার : দেন এন্ড নাউ’ শীর্ষক প্রদর্শনীটি শুরু হয়েছিল ২০ জুন ২০২৩। দ্য মিউজিয়াম অব ইসলামিক আর্ট (এমআইএ) বিশেষ এই প্রদর্শনীর আয়োজন করেছিল।
দুই মাসব্যাপী প্রদর্শনীতে দেশটির প্রাচীনতম থেকে আধুনিকতম মসজিদগুলো প্রদর্শিত হয়েছে। এর মাধ্যমে মসজিদ নির্মাণে অত্র অঞ্চলের নির্মাণশৈলী, স্থাপত্য রীতি ও নির্মাণসামগ্রীতে যে বিবর্তন ঘটেছে তা তুলে ধরা হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান এমআইএর পক্ষ থেকে বলা হয়, ‘আমরা অভিনন্দন জানাই মসজিদের ইমামদের, যাঁরা আমাদের পথনির্দেশ করেন, মুয়াজ্জিনদের যাঁরা আমাদের নামাজের প্রতি আহ্বান জানান এবং সমাজের অন্যান্য সদস্যকে যারা মসজিদের স্থাপত্য ও ধর্মীয় অবকাঠামো উন্নয়নে অবদান রেখেছেন।’
এই প্রদর্শনীর মাধ্যমে বিগত সময়ে কাতারের মসজিদগুলোর ঐতিহাসিক ও সাংস্কৃতিক অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সূচনা থেকে আধুনিক স্থাপত্যের বিস্ময় কাতারের মসজিদগুলো মূলত জাতীয় উন্নয়নেরই প্রতীক।
সূত্র : দ্য পেনিনসুলা কাতার ডটকম
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.