11/23/2024 মরুভূমিতে ২৭ অভিবাসীর মৃতদেহ
মুনা নিউজ ডেস্ক
১০ আগস্ট ২০২৩ ১৪:১৫
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে সীমান্তের কাছ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং ওই এলাকায় একটি ফরেনসিক দল মোতায়েন করা হয়েছে।
লিবিয়ার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটি জানায়, তারা বিশ্বাস করে যে তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী অভিবাসীদের জোরপূর্বক বহিষ্কার করেছে এবং জল বা খাবার ছাড়াই মরুভূমিতে ফেলে দিয়েছে।
কমিটির প্রধান আহমেদ হামজা বলেন, মঙ্গলবার লিবিয়ার সীমান্তরক্ষীরা মৃতদেহগুলো আবিষ্কার করে। তিনি বলেন, জুলাই মাসে অভিবাসী বহিষ্কার শুরু হওয়ার পর থেকে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত থেকে অন্তত ৩৫টি লাশ উদ্ধার করা হয়েছে। যদিও লিবিয়ার সীমান্ত বাহিনীর একজন মুখপাত্র মঙ্গলবার তিউনিসিয়ার সীমান্তের কাছে কোনও মৃতদেহ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
Reneta June
সাম্প্রতিক মাসগুলোতে, তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী উপকূলীয় এলাকা থেকে কিছু অভিবাসীকে সরিয়ে অন্যত্র বাসে নিয়ে যেতে শুরু করে এবং অভিবাসীরা বলছে, তাদের মধ্যে অনেকেই মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুর দিকে, তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে সাব-সাহারান অভিবাসীরা দেশে প্রবেশের চেষ্টা করলে তাদের লিবিয়া এবং আলজেরিয়ার মরুভূমিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.