04/16/2025 মুসলিম স্কলারদের নিয়ে এরদোগানের বৈঠক, যা আলোচনা হলো
মুনা নিউজ ডেস্ক
১০ আগস্ট ২০২৩ ১১:৫৩
মুসলিম স্কলারদের সাথে নিয়ে বিশেষ বৈঠক করলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। বৈঠকে অংশ নেয় কাতারভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের (আইইউএমএস) প্রতিনিধিদল।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ আগস্ট) তর্কি রাজধানী আঙ্কারার প্রেসিডেনশিয়াল কমপ্লেক্সে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি ও সিরিয়ান শরণার্থীদের নিয়ে আলোচনা হয়।
এ সময় তুরস্কের পক্ষ থেকে এ বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির ধর্মবিষয়ক প্রধান ড. আলি ইরবাশ ও ইসলামিক থিংকিং ইনস্টিটিউটের প্রধান অধ্যাপক মোহাম্মদ গুরমাজ।
এদিকে আইইউএমএস-এর প্রতিনিধিদলের মধ্যে ছিলেন সংস্থাটির মহাসচিব শায়খ ড. আলি কারাহ দাগি, শায়খ ওমর আবদুল কাফি, শায়খ মোহাম্মদ আল-সগির, শায়খ মুহাম্মদ রাতিব আল-নাবালসি, শায়খ উসামা আল-রিফায়ি, শায়খ আলি আল-সাল্লাবি ও শায়খ আবদুল মজিদ জানদানি প্রমুখ।
শায়খ মোহাম্মদ আল-সগির জানিয়েছেন, প্রতিনিধিদলের সদস্য হিসেবে ২০টির বেশি দেশ থেকে বরেণ্য আলেমরা ছিলেন। তারা মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়; বিশেষত তুরস্কে আশ্রয় নেয়া সিরিয়ান শরণার্থীদের নিয়ে প্রেসিডেন্টের সাথে কথা বলেন। তাদের উপস্থাপিত বিষয়গুলো এরদোগান গুরুত্বের সাথে দেখবেন বলে জানান তিনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.