11/22/2024 অর্থ না থাকলে চলে যান বলায় সব কিনে ভাঙলেন
মুনা নিউজ ডেস্ক
৮ আগস্ট ২০২৩ ০৯:৫১
দোকানে গেছেন এক প্যাকেট ইনস্ট্যান্ট নুডুলস কিনতে। কিন্তু দাম বেশি হওয়ায় বিক্রেতার সঙ্গে দরকষাকষি শুরু করেন। এক পর্যায়ে ক্রেতাকে অপমানমূলক কথা শুনতে হয়। এ সময় তিনি দোকানের সব প্যাকেট কিনে রাস্তায় নষ্ট করেন। এরকমই একটি ঘটনা ঘটেছে চীনের শানডং প্রদেশে। এ ঘটনার ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ক্রেতা একটি নাইট মার্কেটে যান। তিনি বিক্রেতাকে বলেন, ১৪ ইউয়ানে এক প্যাকেট ইনস্ট্যান্ট নুডুলস খুবই ব্যয়বহুল। এসময় বিক্রেতা তাকে দাম বেশি হওয়ার কারণ বুঝিয়ে বলেন।
তবে ওই ক্রেতা প্রশ্ন করে বলেন, ১৪ ইউয়ান হয় কী করে। এটা কী বেশি দাম নয়?। কিন্তু বিক্রেতা তাকে এই উত্তর দিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে ওই ক্রেতাকে চলে যেতে বলেন। কিন্তু ক্রেতা নাছোড়বান্দা হয়ে দাম বৃদ্ধির কারণ জানাতে চান।
এরপর দোকানদারের ছেলে এসে চিৎকার করতে থাকেন ও ক্রেতাকে বলেন, আপনার কাছে যদি অর্থ না থাকে তাহলে চলে যান। এমন জবাবেই মূলত ক্ষেপে যান ওই ক্রেতা। এসময় সব নুডুলসের দাম জনতে চান ও কিনতে চান।
পরে ৮৫০ ইউয়ান দিয়ে সব নুডুলস কিনে নেন ও সব ফ্লোরে ফেলে নষ্ট করে ফেলেন। এ ঘটনায় কিছু ক্ষতিপূরণও দেন ওই ক্রেতা।
ভিডিও লিংক:
https://twitter.com/Colorfu33624983/status/1683789229401206784?s=20
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.