11/22/2024 ক্যালিফোর্নিয়ায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৩
মুনা নিউজ ডেস্ক
৮ আগস্ট ২০২৩ ০৮:২৪
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আগুন নেভাতে গিয়ে অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। ৬ আগস্ট, রবিবার সন্ধ্যায় রিভারসাইড কাউন্টির কাবাজোনের কাছে অগ্নিনির্বাপক কর্মীদের ডেকে নেওয়ার পরে ঘটনাটি ঘটে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, আগুন নেভানোর সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। পরে একটি নিরাপদে অবতরণ করে এবং দ্বিতীয়টি মাটিতে বিধ্বস্ত হয়। এতে বোর্ডে থাকা সকলেই মারা যায়। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।
নিহতদের একজন ফায়ার ক্যাপ্টেন এবং রাজ্যের বন ও অগ্নি সুরক্ষা বিভাগের (ক্যাল ফায়ার) বিভাগের প্রধান, সেইসাথে আরেকজনকে চুক্তিবদ্ধ পাইলট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে তাদের নাম ঘোষণা করা হয়নি।
ক্যাল ফায়ারের দক্ষিণাঞ্চলীয় প্রধান ডেভিড ফুলচার ঘটনাটিকে ‘দুঃখজনক ক্ষতি’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমরা তিনজন মহান ব্যক্তিকে হারিয়েছি। তিন বাবা, তিন স্বামী, তিন বন্ধু, তিন ছেলে। কন্যারা তাদের বাবাকে হারিয়েছে, ছেলেরা তাদের পিতাকে হারিয়েছে।’
ফুলচার এক সংবাদ সম্মেলনে বলেন, আগুন প্রথমে একটি ভবনে আগুন লাগলেও পরে আশেপাশের গাছপালা পর্যন্ত তা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেটি পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে, আর যেটি নিরাপদে অবতরণ করেছে সেটি আগুন নেভাতে সাহায্য করছে। দুটি হেলিকপ্টারই ক্যাল ফায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন।
ক্যাল ফায়ার ডেটা অনুসারে, এটি ২০২৩ সালের অগ্নিদুর্ঘটনায় এটিই প্রথম মৃত্যু।
সূত্র : বিবিসি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.