11/22/2024 মসজিদুল হারামে ঘুমানো নিয়ে সৌদির বিশেষ নির্দেশনা
মুনা নিউজ ডেস্ক
৮ আগস্ট ২০২৩ ০৮:১৮
প্রতিদিন লাখ লাখ মুসলিম ওমরাহ পালন করতে মক্কার গ্র্যান্ড মসজিদে জমায়েত হন। তারা পবিত্র কাবাঘর প্রাঙ্গণে ওমরাহর আনুষ্ঠানিকতা পালন করেন। এ সময় ক্লান্ত হয়ে অনেকে মসজিদের আঙিনায় ঘুমিয়ে পড়েন। এখন আর সেই সুযোগ থাকছে না। সম্প্রতি এ নিয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ।
গত ৫ আগস্ট, শনিবার এক বিবৃতিতে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় ওমরাহ যাত্রীদের জন্য বেশ কিছু নির্দেশনা প্রকাশ করে। তাতে মুসল্লি ও ওমরাহ যাত্রীদের মসজিদুল হারামে হেলান দেওয়া এবং শোয়া থেকে থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। বিশেষত মসজিদের করিডোর, নামাজের স্থান, জরুরি গাড়ি ও শারীরিকভাবে অক্ষমদের যান চলাচলের নির্ধারিত পথে এমন কাজ থেকে বিরত থাকতে বলা হয়।
এর আগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গ্র্যান্ড মসজিদের মুসল্লিদের ভিড় ও ধাক্কাধাক্কি এড়িয়ে চলতে বলা হয়। তা ছাড়া চলাচলের ক্ষেত্রে নারী ও বয়ষ্কদের অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানানো হয়। এসব কাজে নিরাপত্তারক্ষীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সূত্র : সৌদি গেজেট
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.