11/22/2024 আমরা ইসলামি দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাই : সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী
মুনা নিউজ ডেস্ক
৮ আগস্ট ২০২৩ ০৮:১২
যদিও সুইডেন পবিত্র কুরআন অবমাননা করার অনুমতি প্রদান করে চলেছে, এ সত্বেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে স্টোকহোম ইসলামিক দেশগুলির সাথে সম্পর্ক জোরদার করতে চায়। সুইডেন মুসলিম দেশগুলোর সঙ্গে জোরাল সম্পর্ক চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রোম। ৫ আগস্ট, শনিবার সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
এর আগে ৪ আগস্ট, শুক্রবার সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী স্টোকহোমে অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ২০টি সদস্য দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা করেন। সম্প্রতি সুইডেন কোরআন অবমাননার ঘটনায় তীব্র সমালোচনার শিকার হয়।
টোবিয়াস বিলস্ট্রোম রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা সম্পর্কে বলেন, এটি একটি ফলপ্রসূ ও গঠনমূলক বৈঠক। এমন মুক্ত ও গঠনমূলক আলোচনা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধারে সময় প্রয়োজন। আমি এই নির্বাচনকালীন একটি অংশ মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে ব্যয় করব।
তিনি জানান তার সরকার ধর্মগ্রন্থের অনুলিপি পোড়ানোর ঘটনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন এবং আইন মন্ত্রণালয় তা প্রতিরোধে আইনি সম্ভাব্যতা যাচাই করছে।
তিনি বলেন, আমি ওআইসিভুক্ত দেশগুলো ভ্রমণ করতে চাই। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সভার সময় সুইডেন একটি আলোচনা ও সংলাপের আয়োজন করবে। বৈঠক শেষে সুইডিশ সংবাদ সংস্থা টিটি-কে বিলস্ট্রোম বলেন, বৈঠকটি সরকারের দৃষ্টিভঙ্গি এবং আর সাংবিধানিক স্বাধীনতা ব্যাখ্যার ভালো সুযোগ ছিল।
অন্যদিকে সপ্তাহের শুরুতে বিচারমন্ত্রী গোনার স্ট্রোমার বলেছিলেন, কোরআন অবমাননার ঘটনা রোধের একটি সম্ভাব্য উপায় হতে পারে জরুরি ক্ষমতার ব্যবহার। যা সরকার ‘পাবলিক অর্ডার অ্যাক্ট’-এর অধীনে করতে পারে।
সূত্র : আরব নিউজ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.