11/24/2024 হুমকি হয়ে উঠছেন ট্রাম্প : ফেডারেল প্রসিকিউটর
মুনা নিউজ ডেস্ক
৭ আগস্ট ২০২৩ ১০:০৫
যুক্তরাষ্ট্রের জন্য দৃশ্যত হুমকি হয়ে উঠছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটিই মনে করছেন ফেডারেল প্রসিকিউটররা। ট্রাম্প গোপনীয় অনেক তথ্যপ্রমাণ প্রকাশ করে দিতে পারেন বলে মনে করেন তারা।
৪ আগস্ট, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প একটি পোস্ট দেওয়ার পর এমন আশঙ্কা প্রকাশ করেন ফেডারেল প্রসিকিউটররা। শুক্রবার ট্রাম্প তাঁর ট্রুথ সামাজিক নেটওয়ার্কে লিখেছেন, যদি তোমরা আমার পিছু নাও, তাহলে আমিও তোমাদের দেখে নেব।
২০২০ সালের জাতীয় নির্বাচনে প্রতারণা সংশ্লিষ্ট এক মামলায় তাঁর বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। এতে তিনি দোষ স্বীকার করেননি। এর এক দিন পরই তিনি ওই পোস্ট দিয়েছেন। তবে ট্রাম্পের টিম জানিয়েছে, তিনি রাজনৈতিক বিরোধীদের উদ্দেশে পোস্ট দিয়েছেন। এ জন্য তাঁকে কর্মকাণ্ড সীমাবদ্ধ করে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন প্রসিকিউটররা।
সূত্র : বিবিসি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.