11/25/2024 তিন ফিলিস্তিনিকে হত্যা করল বর্বর ইসরাইলি বাহিনী
মুনা নিউজ ডেস্ক
৭ আগস্ট ২০২৩ ০৮:৪২
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে বর্বর ইহুদিবাদী সেনাদের হামলায় আরো তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ৬ আগস্ট, রোববার ইসরাইলি সেনারা জেনিন শহরের কাছে একটি গাড়ির লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এসব ফিলিস্তিনি শহীদ হন।
তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর দখলদার সেনারা সেখানে সাধারণ লোকজনকে কিংবা চিকিৎসার জন্য ছুটে আসা অ্যাম্বুলেন্সকে যেতে দেয়নি। ফিলিস্তিনের গণমাধ্যমগুলো জানিয়েছে, ইহুদিবাদী সেনারা গাড়িটি লক্ষ্য করে একশর বেশি গুলি চালায়।
ইহুদিবাদী সেনারা দাবি করেছে, এই তিন ফিলিস্তিনি সশস্ত্র ছিলেন এবং তারা ইসরাইলি সেনাদের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নিন্দা জানিয়ে বলেছে, “বিনা শাস্তিতে এই হত্যাকাণ্ড পার পাবে না।”
হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, “আমাদের তিন ফিলিস্তিনিকে হত্যা করে শত্রুরা মূল্য না দিয়ে পালাতে পারবে না।”
ইসরাইল সাম্প্রতিক মাসগুলোতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ হত্যাযজ্ঞ ও দমনপীড়ন শুরু করেছে। এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য বাস্তবভিত্তিক জাতীয় পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছে হামাস।
সূত্র : পার্সটুডে
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.