11/22/2024 চীনে বন্যা ও ভূূমিধসে ১০ জনের প্রাণহানি
মুনা নিউজ ডেস্ক
৬ আগস্ট ২০২৩ ০৯:২২
চীনের হেবেই প্রদেশে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা-ভূমিধসে ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন অন্তত ১৮ জন। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, ৪ আগস্ট, শুক্রবার রাত থেকে ৫ আগস্ট শনিবার সারাদিন চীনের হেবেই প্রদেশে বৃষ্টি হয়েছে । চীনের দুর্যোগ মোকবিলা দফতরের উদ্ধারকর্মীরা শনিবার দুপুর পর্যন্ত হেবেইয়ের বন্যা ও ভূমিধস কবলিত বিভিন্ন স্থান থেকে ১ কোটি ১৫ লাখ মানুষকে উদ্ধার করেছেন।
এছাড়া চীনের আবহাওয়া দফতর ইতোমধ্যে হেবেইয়ের বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে জানা গেছে, তাদের একটি দল সরেজমিনে ঘুরে দেখেছে, প্রদেশের বিভিন্ন জেলার আবাসিক এলাকাগুলো রীতিমতো ঢেউ খেলছে বন্যার পানি। ব্যাপকমাত্রায় অবকাঠামোগত বিপর্যয় ঘটেছে এবং রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।
এদিকে বন্যা কবলিত এলাকার যেসব বাসিন্দা এখনো তাদের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যায়নি, তাদেরকে নৌকার মাধ্যমে ইন্সট্যান্ট নুডুলস, রুটি ও খাবার পানি পৌঁছে দিচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা।
গত জুনের শুরু থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত টানা তাপপ্রবাহে রীতিমতো পুড়েছে বেইজিংসহ চীনের বিভিন্ন অঞ্চল। তারপর জুলাইয়ের শেষে দিকে সুপার টাইফুন ‘ডকসুরি’র প্রভাবে রাজধানীসহ দেশটির বিভিন্ন এলাকায় শুরু হয়েছে টানা বৃষ্টি।
চীনের জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসেই হিটস্ট্রোক, তাপপ্রবাহজনিত সমস্যা, বন্যা ও ভূমিধস জাতীয় প্রাকৃতিক দুর্যোগের কারণে চীনে ১৪২ জনের মৃত্যু হয়েছে।
সূত্র : বিবিসি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.