04/18/2025 মালয়েশিয়ায় অভিযানে ২৫২ বাংলাদেশি আটক
মুনা নিউজ ডেস্ক
৬ আগস্ট ২০২৩ ০৯:০৯
বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে কুয়ালালামপুরের দক্ষিণ-পূর্বাঞ্চলের চেরাস এলাকায় অভিযান চালিয়ে ৪২৫ জনকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কর্মকর্তারা। এদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ২৫২ জন। গোপন খবরের ভিত্তিতে ৪ আগস্ট, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত তামান বুকিত চেরাসের অ্যাপার্টমেন্টের কয়েকটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।
কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক শাসমুল বাহরিন মহসিন জানান, দুই সপ্তাহের তদন্ত ও নজরদারির পর অভিযান পরিচালনা করা হয়। বৈধ নথি না থাকা, অস্থায়ী ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানের অভিযোগে মোট ৪২৫ জনকে আটক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত বিদেশির সংখ্যা নিয়ে অভিযোগ জানিয়েছিল স্থানীয় বাসিন্দারা।
আটকৃতদের মধ্যে রয়েছেন ৩৭১ জন পুরুষ, ৫৩ নারী এবং একজন শিশু। ৩০ জন ইন্দোনেশিয়ার, ২৫২ জন বাংলাদেশি, ১০৮ মিয়ানমারের নাগরিক রয়েছেন। এছাড়া ফিলিপাইনের ২ জন, পাকিস্তানের ৭ জন, ৬ জন কম্বোডিয়ার এবং ২০ জন নেপালের।
আটকৃততরা মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় নির্মাণ ও পরিচ্ছন্নতার কাজ করতেন। এদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীও রয়েছেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) কার্ড ও বৈধ ওয়ার্ক পারমিট আছে।
সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.