11/22/2024 ১৫ হাজার অবৈধ অভিবাসীকে উদ্ধারের দাবি তিউনিসিয়ার
মুনা নিউজ ডেস্ক
৬ আগস্ট ২০২৩ ০৮:৫৯
চলতি বছরের প্রথম ছয় মাসে ১৫ হাজার ৩২৭ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়া সরকার। এরা বিভিন্ন সময় অবৈধ উপায়ে উন্নত দেশের যাওয়ার চেষ্টা চালায়। ৪ আগস্ট, শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ফেকি। এদের ৯৫ শতাংশ অভিবাসী আফ্রিকা বা সাব সাহারার।
তিনি জানান, এই সংকট মোকাবিলায় তিউনিসিয়া নিরাপত্তা বাহিনী আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে।
এ বিষয়ে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সংস্থাটির উপ-মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, আমরা অভিবাসী, শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের সরিয়ে দেওয়ার বিষয়ে গভীর উদ্বিগ্ন। লিবিয়ার সীমান্তে বেশ কয়েকজন মারা গেছেন। খাবার ও পানির সংকেটে শিশুসহ অনেকে ভয়াবহ পরিস্থিতিতে।
উন্নত জীবনের আশায় পাল্লায় পড়ে আফ্রিকার অনেকে দেশের অভিবাসনপ্রত্যাশী সাগর পথে অবৈধ উপায়ে ইউরোপে ঢুকে গিয়ে প্রাণ হারাচ্ছেন। এদের অনেকে তিউনিসিয়া সীমান্তে আটক হচ্ছেন। বন্দি শিবিরে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের। এই তালিকায় বাংলাদেশি ও পাকিস্তানিরাও আছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.