04/18/2025 ১০ বছর আগে মৃত শিক্ষিকা পেলেন ৭ কোটি টাকার আয়কর নোটিশ
মুনা নিউজ ডেস্ক
৫ আগস্ট ২০২৩ ১০:২৯
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একজন সরকারি-স্কুল শিক্ষিকা বিস্ময়করভাবে ৭ কোটি টাকার আয়কর নোটিশ পেয়েছেন। নোটিশটি হাতে পাবার পর ওই শিক্ষিকার পরিবার বেশ অবাক হয়েছেন। কারণ ঊষা সোনি নামের ওই শিক্ষিকা ২০১৩ সালে মারা যান। আয়কর নোটিশটি ২০১৭-১৮ সালের সাথে সম্পর্কিত। এই পরিবার একা নয়।
আয়কর বিভাগের সূত্রে খবর, আদিবাসী অধ্যুষিত বেতুল জেলার ৪৪ জন লোক ১ কোটি থেকে ১০কোটি টাকার ট্যাক্স ডিমান্ড নোটিশ পেয়েছেন।
ঊষা সোনি পাটখেদা গ্রামের একটি সরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন। ২৬ জুলাই, তার পরিবার আয়কর বিভাগ থেকে একটি নোটিশ পায়, যাতে ৭.৫৫কোটি টাকা পরিশোধের আদেশ দেওয়া হয়। তার ছেলে পবন সোনি বলেন, "দীর্ঘ অসুস্থতার পর আমার মা ১৬ নভেম্বর, ২০১৩ সালে মারা যান। নোটিশটি ২০১৭-১৮ বছরের জন্য তৈরি করা হয়েছিলো। নথিতে 'ন্যাচারাল কস্টিং' নামে একটি কোম্পানির উল্লেখ রয়েছে, যেটি স্ক্র্যাপ সামগ্রী বিক্রি করে।"
সোনি যোগ করেছেন, "আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। আমার মায়ের প্যান নাম্বার নিয়ে অপব্যবহার করা হয়েছে এবং আমরা এটি সম্পর্কে জানতামও না।''
ঠিক একইভাবে নীতিন জৈন যিনি লোহার রড বিক্রির দোকানে কাজ করে মাসে ৫ হাজার থেকে ৭ হাজার উপার্জন করেন, তিনি ১.২৬কোটির ডিমান্ড নোটিশ পাওয়ার পরে হতবাক হয়েছিলেন। যখন তিনি আয়কর অফিসে যান, তখন তিনি দেখতে পান যে তামিলনাড়ুর কোটাল্লামে তার নামে একটি অ্যাকাউন্ট রয়েছে, এমন একটি শহর যার নাম তিনি কখনও শোনেননি। বেতুলের পুলিশ সুপার সিদ্ধার্থ চৌধুরী বলেছেন যে তারা এখনও পর্যন্ত প্যান অপব্যবহারের দুটি অভিযোগ পেয়েছেন। দুইজন ব্যক্তি অভিযোগ করেছেন যে তারা আয়কর বিজ্ঞপ্তিতে উল্লিখিত ব্যবসা বা অ্যাকাউন্টের মালিক নয় এবং তাদের প্যান কার্ডের অপব্যবহার করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
সূত্র : এনডিটিভি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.