11/22/2024 ভ্যালি-ক্যালিফোনিয়া চ্যাপ্টারের ঈদ রিইউনিয়ন ও পিকনিক ২০২২
মুনা নিউজ ডেস্ক
৪ মে ২০২৩ ১৬:৪১
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোনিয়া: যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাঙালি অধ্যুষিত শহর লস এঞ্জেলেসের সবুজ প্রকৃতি ঘেরা লেক বালবোয়া পার্কে প্রায় তিন শতাধিক ভাই-বোনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল ভ্যালি ক্যালিফোনিয়া চ্যাপ্টারের ইদ রিইউনিয়ন ও পিকনিক ২০২২। গত ২৩ শে জুলাই ২০২২ রোজ শনিবার অনুষ্ঠিত এই ঈদ ইউনিয়ন ও পিকনিকে উপস্থিত ছিলেন মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা মুনা ন্যাশনাল এসিস্টেন্ট এক্সিকিউটিভ ডিরেক্টর মুহতারাম আনিসুর রহমান, ওয়েস্ট জোন প্রেসিডেন্ট জনাব আশরাফ হোসাইন আকবর, সেক্রেটারী জনাব আব্দুল মান্নান, ভ্যালি ক্যালিফোনিয়া চ্যাপ্টার প্রেসিডেন্ট মাওলানা আব্দুল মুকিত আজাদ সেক্রেটারি জাবেদ হাসান সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ। চ্যাপ্টার সেক্রেটারি জাবেদ হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুহতারাম আনিসুর রহমান, জনাব আশরাফ হোসাইন আকবর, আব্দুল মান্নান, মাওলানা আব্দুল মুকিত আজাদ প্রমুখ। চ্যাপ্টার প্রেসিডেন্ট মাওলানা আব্দুল মুকিত আযাদ তার উদ্বোধনী বক্তব্যে সকলকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করায় আন্তরিক মোবারকবাদ জানান এবং সেক্রেটারী জাবেদ হাসান, মেম্বার রাশেদ হাসান ও যে সকল দায়িত্বশীল নেতা ও কর্মী এই অনুষ্ঠান বাস্তবায়নে নিরলস পরিশ্রম করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। জোন প্রেসিডেন্ট আশরাফ হুসাইন আকবর তার সংক্ষিপ্ত বক্তব্যে মুনার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবহিত করেন এবং নৈতিক ও আদর্শ চরিত্র গঠনের লক্ষ্যে সবাইকে মুনার ছায়াতলে সমবেত হওয়ার উদাত্ত আহ্বান জানান। মুহতারাম আনিসুর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে অনুষ্ঠান আয়োজকদের ধন্যবাদ জানান। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি উৎসবে প্রতিটা মুহূর্তে প্রত্যেককে এক একজন দ্বায়ী হিসেবে ভূমিকা পালন করে আশেপাশের মানুষকে দ্বীনের ছায়াতলে এনে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিতে ভূমিকা রাখতে উদাত্ত আহব্বান করেন। উক্ত ঈদ রিইউনিয়নে উপস্থিতিদের মধ্যে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার ও মিষ্টি পরিবেশন করা হয়। পাশাপাশি ছোট ছোট ছেলে ও মেয়েদের বিভিন্ন গ্রুপে ভাগ করে খেলাধুলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে অতিথিদের দ্বারা পুরস্কার বিতরণ করা হয়। ইসমাইল হোসাইন, কমিউনিকেশন মিডিয়া অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট, মুনা ওয়েস্ট জোন।
প্রকাশকাল : জুলাই ২০২২
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.