04/11/2025 জার্মানির মসজিদে হুমকি দিয়ে চিঠি
মুনা নিউজ ডেস্ক
৫ আগস্ট ২০২৩ ০৯:৫১
জার্মানির একটি মসজিদ একটি হুমকিমূলক চিঠি পেয়েছে বলে দাবি করেছেন এক কর্মকর্তা। তিনি জানিয়েছেন, লোয়ার স্যাক্সনি রাজ্যের ব্রামশে শহরের ইয়ুপ সুলতান মসজিদকে উদ্দেশ্য করে ৪ আগস্ট, শুক্রবার চিঠিটি পাঠানো হয়।
এতে বলা হয়েছে, ‘এভাবে চালিয়ে যাও। আমরা ইহুদিদের সঙ্গে যা করেছি, তোমাদের সঙ্গেও তা করব। সেই দিন বেশি দূরে নয়।’
চিঠিতে ইসলাম ধর্মকেও অবমাননা করা হয়েছে।
তুর্কি-ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স (ডিআইটিআইবি) এর সঙ্গে সংযুক্ত মসজিদের সভাপতি আহমেত ইরমাক বলেন, ‘সপ্তাহের শুরুতে এই অঞ্চলের আরেকটি মসজিদ এমন হুমকিমূলক চিঠি পেয়েছে।’
দুটি চিঠিই এনএসইউ ২.০ দিয়ে সিল করা হয়েছিল। এটি নব্য-নাৎসি গোষ্ঠীবিরোধীদের প্রতীক।
ইরমাক বলেন, ‘প্রায় এক বছর আগে ই-মেইলের মাধ্যমে একই ধরনের একটি চিঠি পাঠানো হয়েছিল। এসব উদ্বেগ বাড়ায়। কর্তৃপক্ষকে এদিকে মনোযোগ দেওয়ার অনুরোধ করছি।’
তিনি বলেন, ‘আমরা থানায় একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছি।’
ডিআইটিআইবি’র মতে, গত বছর জার্মানিতে অন্তত ৩৫টি মসজিদে হামলা হয়েছে। এসব হামলার বেশিরভাগই দেশটিতে মুসলিমবিরোধী মনোভাব এবং দক্ষিণপন্থি চরমপন্থা থেকে অনুপ্রাণিত।
সুইডেন এবং ডেনমার্কে কোরআন অবমাননামূলক কর্মকাণ্ডের পরপর এই হুমকি সতর্কতাটি আসে। এ ঘটনা নিয়ে মুসলিম বিশ্বের ব্যাপক নিন্দার মুখে পড়ে দেশদুটি।
সূত্র: ডেইলি সাবাহ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.